মোবাইলের লিঙ্কে একটা ক্লিকে প্রতারকদের খপ্পরে পড়ল উলুবেড়িয়া পারিজাতের ব্যাবসায়ী সেখ ইসরাফিল। প্রতারকদের খপ্পরে পড়ে ইতিমধ্যে তিনি ৩ লক্ষ টাকা খোওয়ানোর পাশাপাশি তিনি মান সম্মান ও খোওয়াতে বসেছেন। ইসরাফিল জানান গত বছরের জুন মাসে একটি অচেনা নম্বর থেকে তার মোবাইলে একটি লিঙ্ক আসে। আমি লিঙ্কে ক্লিক করতেই ৭ হাজার টাকার ঋণ মঞ্জুরের মেসেজ আসে মোবাইলে।
বিষয়টি নিয়ে আমি মাথা না ঘামালেও এক সপ্তাহ পর আমার মোবাইলে ১১ হাজার টাকা ঋণ শোধের মেসেজ আসে। তিনি জানান প্রতারকদের খপ্পরে পড়েছি বুঝতে পেরে আমি একটি নির্দিষ্ট নম্বরে ১১ হাজার টাকা দিলেও তারপর থেকেই ক্রামাগত টাকার চাপ দিতে থাকে প্রতারকরা। ইসরাফিল জানান প্রথমে বিষয়টি নিয়ে পাত্তা না দিলেও প্রতারকরা আমাকে হুমকি দেয় টাকা না দিলে আমার পরিচিত লোকেদের কাছে নোংরা ছবি ছড়িয়ে দেওয়া হবে। এবং প্রতারকরা সেটাই করতে থাকে। তিনি জানান নিজের এবং পরিবারের মান সম্মান বাঁচাতে আমি ওদের দাবিমত টাকা দিলেও ওদের চাহিদা বাড়তে থাকে।
তিনি জানান এখন পর্যন্ত আমি ৩ লক্ষ টাকা দিয়ে দিয়েছি। ইসরাফিল জানান প্রতারকদের হাত থেকে বাঁচতে গত ২০ ফেব্রুয়ারি আমি হাওড়া গ্রামীণ জেলা পুলিশে অভিযোগ জানালে কিছুদিন প্রতারকরা চুপ ছিল। কিন্তু বর্তমানে আবার টাকার দাবি শুরু করেছে। তিনি জানান যদি প্রতারকদের হাত থেকে বাঁচতে না পারি তাহলে পরিবার নিয়ে আমাকে পথে বসতে হবে। এই প্রসঙ্গে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায় জানান পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগকারীর সঙ্গেও পুলিশ কথা বলবে। মোবাইলের-লিঙ্কে