মা তো মায়েই হয়,,, নিখোঁজ ছেলের খোঁজে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে অসহায় মা

মা তো মায়েই হয়,,, নিখোঁজ ছেলের খোঁজে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে অসহায় মা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মা তো মায়েই হয়,,, নিখোঁজ ছেলের খোঁজে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে অসহায় মা। হাতে নিখোঁজ ছেলের ছবি নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটছে অসহায় মা জানা গেছে প্রায় ২ মাস আগে গোয়ালপোখরের সাহাপুর এলাকায় এক চায়ের দোকানে কাজ করতে বাড়ি থেকে বেড়িয়ে ছিল রহমান নামে ১৪ বছরের ওই কিশোর। তারপর সে আর বাড়ি ফেরেনি।

 

গোয়ালপোখর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই কিশোরের মা মানওয়ারা। নিখোঁজ কিশোরের বাড়ি গোয়ালপোখর থানার দক্ষিণ সাহাপুর এলাকায়। নিখোঁজের পর থেকেই হাতে ছেলের ছবি নিয়ে এদিক ওদিক হন্যে হয়ে খুঁজছে অসহায় মা মানওয়ারা। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছেলের খোঁজে ছুটছেন মা। নিখোঁজ রহমানেই ছিল পরিবারের সম্বল। কারণ রহমানের বাবা গত তিন বছর আগে মৃত্যু হয়ে যায়।

 

তারপর থেকেই সংস্কারের হাল ধরেন রহমান। হঠাৎ ছেলে এই ভাবে নিখোঁজ হয়ে যাবে ভাবতে পারেননি ওই কিশোরের মা। সেই দিন থেকেই নিখোঁজ রহমানের ছবি হাতে নিয়ে খুঁজে বেড়াচ্ছেন তার মা। ছেলে খোঁজ করতে আজ ইসলামপুর বাস টার্মিনাসে দেখা যায় রহমানের মাকে। ছেলেকে কথাও দেখতে পেলে জানাবেন এই কথা সাধারণ পথচলতি মানুষের কাছে তুলে ধরেন তিনি। এবং আপনারা ছেলের খোঁজ পেলে এই মোবাইল নাম্বারে 9775472965 ফোন করে জানাতে বলছেন

আরও পড়ুন – পঞ্চায়েতের প্রাক্তন ঠিকাদারের নামে আইসিডিএসের টিউবওয়েল চুরির অভিযোগে লিফলেট লাগানোকে ঘিরে তীব্র চাঞ্চল্য!

উল্লেখ্য, মা তো মায়েই হয়,,, নিখোঁজ ছেলের খোঁজে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে অসহায় মা। হাতে নিখোঁজ ছেলের ছবি নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটছে অসহায় মা জানা গেছে প্রায় ২ মাস আগে গোয়ালপোখরের সাহাপুর এলাকায় এক চায়ের দোকানে কাজ করতে বাড়ি থেকে বেড়িয়ে ছিল রহমান নামে ১৪ বছরের ওই কিশোর। তারপর সে আর বাড়ি ফেরেনি। গোয়ালপোখর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই কিশোরের মা মানওয়ারা।

 

নিখোঁজ কিশোরের বাড়ি গোয়ালপোখর থানার দক্ষিণ সাহাপুর এলাকায়। নিখোঁজের পর থেকেই হাতে ছেলের ছবি নিয়ে এদিক ওদিক হন্যে হয়ে খুঁজছে অসহায় মা মানওয়ারা। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছেলের খোঁজে ছুটছেন মা। নিখোঁজ রহমানেই ছিল পরিবারের সম্বল। কারণ রহমানের বাবা গত তিন বছর আগে মৃত্যু হয়ে যায়। তারপর থেকেই সংস্কারের হাল ধরেন রহমান। হঠাৎ ছেলে এই ভাবে নিখোঁজ হয়ে যাবে ভাবতে পারেননি ওই কিশোরের মা। সেই দিন থেকেই নিখোঁজ রহমানের ছবি হাতে নিয়ে খুঁজে বেড়াচ্ছেন তার মা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top