তিস্তা তাঁর রূদ্র মূর্তি ধারণের আগেই চাষীরা ব্যাস্ত কাঁচা বাদাম নিয়ে। পাহাড়ী তিস্তা ধেয়ে আসবে তাঁর আগেই জোরকদমে চলছে খেত থেকে কাঁচা বাদাম তুলে আনার কাজ। লাভের আশায় জলপাইগুড়ি খরিয়া অঞ্চলের সুকান্ত নগর কলোনি লাগওয়া তিস্তার বিস্তীর্ণ চড় জুড়ে প্রীতিবছর বাদাম চাষ করে বহু কৃষক।
ইতিমধ্যে সেই বাদাম পরিপূর্ণ হয়েছে, এখন খেত থেকে কাঁচা বাদাম তুলে ফেলার কাজে বিরাম নেই এলাকাবাসীর কারণ পাহাড়ী তিস্তা, বর্ষা কড়া নেড়েছে বঙ্গে চলছে বৃষ্টি অল্প কয়েক দিনের মধ্যেই নদীর চড় ছাপিয়ে যাবে পাহাড়ের ঠান্ডা ঘোলা জলে,আর তাই সকাল থেকে রাত গাছ থেকে বাদাম তোলার কাজে ব্যাস্ত তিস্তাপাড়ের বাসিন্দারা ।
তিন মাস কঠোর পরিশ্রমের পর আসে এই ফসল,এর পর কাঁচা বাদামকে শুখিয়ে তা মোন হিসেবে পাইকারি বাজারে বিক্রি করার পরই আসবে লাভ। বাদাম চাষী নির্মল মজুমদার বলেন এবার বাদামের ফলন ফলন ভালো হয়েছে।তাই আশা করা যায় লাভ ভালো হবে। ( বাইট 1). ঘর ঘর গৃহস্থ্যের কাজ সামলে ও বাদামের চাষ করেছেন বচুনি দাস, তিনি জানান এবার গাছে রোগের আক্রমণ তেমন হয়নি ফলন ভালো হয়েছে, তাই এবার মনে হয় মা লক্ষী সহায় হবেন।
আরও পড়ুন – নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ
উল্লেখ্য, তিস্তা তাঁর রূদ্র মূর্তি ধারণের আগেই চাষীরা ব্যাস্ত কাঁচা বাদাম নিয়ে। পাহাড়ী তিস্তা ধেয়ে আসবে তাঁর আগেই জোরকদমে চলছে খেত থেকে কাঁচা বাদাম তুলে আনার কাজ। লাভের আশায় জলপাইগুড়ি খরিয়া অঞ্চলের সুকান্ত নগর কলোনি লাগওয়া তিস্তার বিস্তীর্ণ চড় জুড়ে প্রীতিবছর বাদাম চাষ করে বহু কৃষক।
ইতিমধ্যে সেই বাদাম পরিপূর্ণ হয়েছে, এখন খেত থেকে কাঁচা বাদাম তুলে ফেলার কাজে বিরাম নেই এলাকাবাসীর কারণ পাহাড়ী তিস্তা, বর্ষা কড়া নেড়েছে বঙ্গে চলছে বৃষ্টি অল্প কয়েক দিনের মধ্যেই নদীর চড় ছাপিয়ে যাবে পাহাড়ের ঠান্ডা ঘোলা জলে,আর তাই সকাল থেকে রাত গাছ থেকে বাদাম তোলার কাজে ব্যাস্ত তিস্তাপাড়ের বাসিন্দারা । তিন মাস কঠোর পরিশ্রমের পর আসে এই ফসল,এর পর কাঁচা বাদামকে শুখিয়ে তা মোন হিসেবে পাইকারি বাজারে বিক্রি করার পরই আসবে লাভ।