মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রী ঝুলন্ত মৃতদেহ উদ্ধার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আটক। “ভালবাসার প্রতিদান প্রেমিকাকে ভিডিও কলে ফোন প্রেমিকের গলায় দড়ি দিয়ে আত্মহত্যার করতে হবে? দাবি মৃত ছাত্রীর মা।।বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার দুলদুলি গ্রাম পঞ্চায়েতের পুরাতন সাহেব খালি পুঠিয়া চক গ্রামের ঘটনা। বছর ১৬,এর এবছরের মাধ্যমিকের উত্তীর্ণ ছাত্রী সোমা মন্ডল, ভোর রাত্রে হঠাৎ প্রেমিকের ফোন।সকাল থেকে নিখোঁজ ছিল খোঁজাখুঁজি করতে আজ সকাল বেলায় বাড়ির পাশে আম বাগানে মৃতদেহ ঝুলতে সোমার।
স্থানীয় বাসিন্দারা তারপর তার পরিবারের লোকের খবর দিলে ঘটনাস্থলে দেখে তাদের মেয়ে আমবাগানে গলায় দড়ি দিয়ে ঝুলছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মৃত ছাত্রীর পরিবারের দাবি দীর্ঘদিন ধরে বছর ১৮ শতদল মহাজন এ বছরের উচ্চ মাধ্যমিক ছাত্র বাড়ি দেউলি গ্রামে। তাদের মধ্যে ভালবাসা’ প্রেম-প্রণয় সম্পর্ক গড়ে উঠেছিল সে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল যার আজকে রেজাল্ট আউট হচ্ছে।
আরও পড়ুন – প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের প্রথম দশে দক্ষিণ দিনাজপুর জেলার ৯ জন ছাত্র ছাত্রী
এই ঘটনায় মৃত ছাত্রীর মিনা মন্ডল বলেন, ছাত্র শতদল আমার মেয়েকে ফোন করে ভিডিও কলে আত্মহত্যা করার কথা বলেন ভালবাসার প্রতিদান হিসেবে, অশ্লীল ভাষায় গালিগালাজ এমনকি আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগ করেন মৃত ছাত্রীর বাবা স্বপন মন্ডল ওই ছাত্রের তথা প্রেমিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন হিঙ্গলগঞ্জ থানায়। ওই ছাত্রকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে।এর পিছনে মূল কারণ কি সেটাও তদন্তে রাখছে তদন্তকারীরা। ছাত্রীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ছাত্রের বিরুদ্ধে এই অভিযোগ অস্বীকার করে যে ছাত্রের পরিবার।