খেজুরিতে ট্রলার উল্টে দুই মৎস্যজীবীর মৃত্যু নিখোঁজ সাত জন

খেজুরিতে ট্রলার উল্টে দুই মৎস্যজীবীর মৃত্যু নিখোঁজ সাত জন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

খেজুরিতে ট্রলার উল্টে দুই মৎস্যজীবীর মৃত্যু নিখোঁজ সাত জন। সমুদ্রে মাছ ধরতে নামার আগেই বড়সড় দুর্ঘটনার কবলে পড়লো এক দল মৎস্যজীবি। মৃত্যু হল ২ জনের। এখনও ৭ জন মৎস্যজীবী নিখোঁজ বলে প্রাথমিক সুত্রে জানা গেছে। নিখোঁজদের হদিশ পেতে সমুদ্রে তল্লাশি চালানো হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির কাছে মৎস্যজীবীদের ট্রলারডুবির দুর্ঘটনাটি ঘটেছে।এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সারা জেলা জুড়ে। মৃতরা হল খুসেদ খাঁ ( ৩৫) ও সফিরুল খাঁ (৩২)। তাদের বাড়ী চব্বিশ পরগনার জেলার সাগর এলাকায়। মৃত দু’জন সম্পর্কে দুই ভাই।

 

বৃহস্পতিবার নন্দীগ্রাম থেকে এফবি আলামিন-৪ নামের একটি ট্রলার পেটুয়াঘাট বন্দরের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ।জানা গেছে এই ট্রলারের মালিক হল শেখ তাজেমান ।খেজুরির মসনদ-ই আলার কাছে চড়ে ধাক্কা লাগে ট্রলারটির। এর জেরে ট্রলারে থাকা ১২ জন মৎস্যজীবি সমুদ্রে উল্টে পড়েন ।প্রসঙ্গত আগামী ১৫ জুন থেকে সমুদ্রে মাছ ধরতে নামবেন মৎস্যজীবিরা।তার প্রস্তুতির কারনে পেটুয়াঘাট বন্দরে যাচ্ছিলো এই ট্রলারটি।

আরও পড়ুন – প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের প্রথম দশে দক্ষিণ দিনাজপুর জেলার ৯ জন ছাত্র ছাত্রী

খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী ও উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধার কাজ।জানা গিয়েছে, ইতিমধ্যেই ৫ জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। বাকি তিনজন অসুস্থ। এখনও হদিশ মেলেনি ৭ মৎস্যজীবীর।তাঁদের খোঁজে দফায় দফায় চলছে তল্লাশি। নিখোঁজদের উদ্ধারে ঘটনাস্থলে রয়েছে উপকূল রক্ষী বাহিনী। ইতিমধ্যেই কাঁথির মহকুমা শাসক আদিত্য বিক্রম ইরানি, মৎস্য দপ্তরের আধিকারিক সুরজিৎ বাগ-সহ প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top