ফের নৈহাটি স্টেশন থেকে বড় ছোট মিলিয়ে বিপুল পরিমানে কচ্ছপ সাধারণ মানুষ তুলেদিল নৈহাটি জিআরপি থানার হাতে। আজ ভোর বেলায় নৈহাটি ফেরিঘাট পেরিয়ে শিয়ালদা গামী ডাউন ট্রেনে তুললে প্রচুর দুর্গন্ধ বের হয়। যাত্রীদের কথাবার্তার চাপে পড়ে উঠে আসে এই কচ্ছপ কাহিনী। তারা এই কচ্ছপ সমেত দুজন মহিলা কে তুলে দেয় নৈহাটি জিআরপি থানায়।
সূত্র মারফত জানা যায় ধৃত মহিলা একজন উত্তর প্রদেশের সুলতানপুর এলাকার রিয়া পাথরকর, অন্য আরেকজন কাঞ্চন পাথর কর।ধৃতদের বাড়ি উত্তরপ্রদেশে পাকরো গ্রামে। কিভাবে রেলপথ দিয়ে চোরাচালান করে কচ্ছপ নিয়ে যাওয়া হয় তা এখন প্রশ্নচিহ্নের মুখে। প্রশ্ন উঠতে শুরু করেছে নৈহাটি জিআরপি বা আরপিএফ খবর আগাম জানতে পারলো না কেন?
আরও পড়ুন –গর্ভবতীকে কাঁচি দিয়ে পেটে আঘাত করার অভিযোগে পুলিস এক মহিলাকে গ্রেপ্তার করেছে
উল্লেখ্য, ফের নৈহাটি স্টেশন থেকে বড় ছোট মিলিয়ে বিপুল পরিমানে কচ্ছপ সাধারণ মানুষ তুলেদিল নৈহাটি জিআরপি থানার হাতে। আজ ভোর বেলায় নৈহাটি ফেরিঘাট পেরিয়ে শিয়ালদা গামী ডাউন ট্রেনে তুললে প্রচুর দুর্গন্ধ বের হয়। যাত্রীদের কথাবার্তার চাপে পড়ে উঠে আসে এই কচ্ছপ কাহিনী। তারা এই কচ্ছপ সমেত দুজন মহিলা কে তুলে দেয় নৈহাটি জিআরপি থানায়।
সূত্র মারফত জানা যায় ধৃত মহিলা একজন উত্তর প্রদেশের সুলতানপুর এলাকার রিয়া পাথরকর, অন্য আরেকজন কাঞ্চন পাথর কর।ধৃতদের বাড়ি উত্তরপ্রদেশে পাকরো গ্রামে। কিভাবে রেলপথ দিয়ে চোরাচালান করে কচ্ছপ নিয়ে যাওয়া হয় তা এখন প্রশ্নচিহ্নের মুখে। প্রশ্ন উঠতে শুরু করেছে নৈহাটি জিআরপি বা আরপিএফ খবর আগাম জানতে পারলো না কেন?