প্রচারে ঝড় বৃষ্টি মাথায় নিয়েই গ্রামে গ্রামে মানুষের দরজায় ক্ষয়ক্ষতির খোঁজ নিলো তৃনমূল। কয়েক মিনিটের ওলট পালট ঝড়ে গ্রামীন শিলিগুড়ি মহকুমার মানুষের কোথায় কি কতটা ক্ষতি হয়েছে? প্রচারে নেমে প্রার্থী প্রচার অপেক্ষা বাড়ি বাড়ি পৌঁছে সেসবের বিস্তারিত খোঁজখবরেই গুরুত্ব আরোপ করলেন ঘাস ফুল শিবিরের নেতা কর্মীরা। দার্জিলিং জেলা তৃনমূল সভানেত্রী পাপিয়া ঘোষ নিজে ব্লক ও অঞ্চলের এলাকাবাসীদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতি তদারকি করেন।পূর্বেই রবিবাসরীয় ছুটির আমেজেই একাধিক ব্লকে যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেমত গোসাইপুড়ে জেলা সভানেত্রীর উপস্থিতিতে চলছিল যোগদান শিবির।
আর এর মঝেই ঘটে যায় আছড়ে পড়ে প্রাকৃতিক দূর্যোগ। বেসামাল ওলট পালট ঝড় ওঠে। কয়েক মিনিটের বেসামাল ঝড়ে গোসাইপুর দলীয় সভার প্যান্ডেল উড়ে যায়। ঝড় ও মুষলাধার বৃষ্টির দাপটে মাথার ওপরের কাপড়ের ছাউনি ভেঙে বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে যান সকলেই। এমত পরিস্তিতিতে তৃনমূল জেলা সভানেত্রী সকলের স্বাস্থ্যের কথা মাথায় রেখে অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেন। তবে প্যান্ডেল উড়ে গেলেও যোগদান থেকে পিছু হঠলেন না দলের নবাগত কর্মীরা।
মাথার ওপরের ছাতা হারিয়েও শক্ত হাতে দলীয় ঝান্ডা ধরে রাখলেন তারা। তাদের এই অদ্যম ইচ্ছেশক্তিকে যোগ্য মর্যাদা দিতে বাধ্য হয়ে ঝড় বৃষ্টির মাঝেই খোলা আকাশের নিচে মাঠে যোগদান কর্মসূচি জারি রাখলেন তৃনমূল জেলা সভানেত্রী পাপীয় দেবী। ঝড় বৃষ্টি মাথায় নিয়েই খোলা আকাশের নিচে দলীয় পতাকা তুলে দিলেন জেলা সভানেত্রী।দার্জিলিং জেলা তৃনমূল সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন কর্মসূচি শুরু হতেই আচমকা ওলট পালট ঝড় বইতে শুরু করে। কাপড়ের প্যান্ডেল প্রায় উড়ে যায়। সকলে তখন খোলা মাঠের মধ্যে সম্পূর্ণ ভিজে উঠেছে।
আমি সকলের কথা ভেবে কর্মসূচি স্থগিত করে পরবর্তী দিনে করার সিদ্ধান্ত নিলেও বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে রইলেন কর্মীরা। তাদের বেশীভাগের কাছে ছাতা পর্য্ন্ত নেই। তাদের আবেদন তারা তৃনমূল পরিবারের সদস্য হতে চান। এটা তাদের কাছে আবেগ। তারা জানা শুভকাজে এসে ফিরে যেতে চান না। পাপিয়া দেবী বলেন কি করে তাদের ফেলে যায়, তাদের যোগ্য সম্মান দিতে তাই আমিও তাদের সঙ্গে বৃষ্টির মাথায় নিয়েই দাঁড়িয়ে থাকি অনুষ্ঠান স্থলে। তাদের প্রত্যেকের হাতে দলীয় পতাকা তুলে দেই। তাদের এই অদ্যম ইচ্ছে শক্তি দলের প্রতি ভালোবাসাই আগামী দিনের দলের শক্তি বৃদ্ধি করবে। কুর্ণিশ জানাই জন মানুষের এই আবেগকে জানান তৃনমূল জেলা সভানেত্রী পাপীয় দেবী। যা প্রমান করছে শিলিগুড়ি মহকুমার তৃনমূলের পাশে জন জোয়ার রয়েছে।
অন্যদিকে এদিন তার নির্দেশ মতোই সমস্ত ব্লকে দলীয় কর্মীরা প্রচারে নেমে প্রার্থী প্রচার অপেক্ষা এদিন গুরুত্ব সহকারে বাড়ি বাড়ি গ্রামীন মানুষের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। তিনি বলেন সেভাবে বড় কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। টুকটাক ক্ষতি হয়েছে কিছু মানুষের।জেলা প্রশাসনে সঙ্গে কথা হয়েছে তারা দেখছে বিষয়টি। এছাড়াও এদিন ঝড় বৃষ্টি উপেক্ষা করে খরিবাড়ি ব্লকে রাজবংশী সমুদয়ের একটি অনিষ্ঠান ও প্রচারে যোগ দেন শিলিগুড়ি মহানগরীক গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার।