রাইস মিলের দূষিত জল খালে! কয়েক শতাধিক কচ্ছপ, মাছের মৃত্যু , এলাকায় আতঙ্ক

রাইস মিলের দূষিত জল খালে! কয়েক শতাধিক কচ্ছপ, মাছের মৃত্যু , এলাকায় আতঙ্ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রাইস মিলের দূষিত জল খালে! কয়েক শতাধিক কচ্ছপ, মাছের মৃত্যু , এলাকায় আতঙ্ক। রাইস মিলের বিষাক্ত জল খালের জলের সঙ্গে মিশে কয়েকশো কচ্ছপ এবং মাছের মৃত‍্যু অভিযোগ কাঁথিতে অবিলম্বে ওই রাইস মিল বন্ধের দাবি জানিয়ে সোচ্চার হয়েছেন গ্রামবাসীরা। ঘটনা জানাজানি হওয়ার পর গোটা এলাকায় নতুন করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের দেবেন্দ্র গ্রাম পঞ্চায়েতের ‘সীতা মা’ নামে একটি রাইস মিল রয়েছে। দীর্ঘদিন ধরে ওই রাইস মিলের জল ড্রেনের সাহায্যে খালের জলে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন – শরদ পাওয়ারের টেররিস্টের সাথে যোগাযোগ ছিল, এইরকম একজন রাষ্ট্রপতি হলে দেশে টেররিজম বাড়বে, দিলীপ

কোন পরিশোধন ছাড়া হয় বলে গ্রামবাসীদের অভিযোগ। বুধবার আসে বিপত্তি। এই খালের জল পাশাপাশি কয়েকটি গ্রামের জল গিয়ে কালীনগর খালের জলে মিলিত হয়। তারপর সেখান থেকে সমুদ্রে যায়। বুধবার সাতসকালে নজরে আসে কয়েক শতাধিক কচ্ছপ ও মাছ মৃত্যু হয়। গ্রামবাসীরা চোখে পড়তেই চক্ষু চড়কগাছ। কার্যত আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। কয়েক কিলোমিটার জুড়ে ধান জমি ও খালের জলে মৃত কচ্ছপের স্তুপ হয়ে পড়ে রয়েছে। এলাকার স্থানীয় বাসিন্দা সুরঞ্জন দাস বলেন ” রাইস মিলের গাফিলতি কারণে জীব বৈচিত্র আমরা হারাতে বসেছি। বর্জ্য পদার্থ কোনরকমে পরিশোধন না করেই খালে জলে ছেড়ে দেন রাইস মিল।

 

পরিবেশকে আমাদের বাঁচাতে হবে। পরিবেশ নষ্ট হলে আমরা কেউ সুস্থভাবে বেঁচে থাকতে পারবো না। রাইস মিল অবিলম্বে বন্ধ করতে হবে “। যদিও রাইস মিলের ম্যানেজার দীপক পণ্ডা বলেন ” কচ্ছপ মারা গেছে নাকি জানিনা। আপনাদের কাছ থেকে শুনলাম৷ এখানকার জল নাকি অন্য কোথাও জলের কারণে এমন ঘটনা তা খতিয়ে দেখতে হবে “।কাঁথি বনদপ্তরের আধিকারিক বলরাম পাঞ্জা বলেন “বিষয়টি আমরা খতিয়ে দেখছি। অন্যান্য কর্মীদের পাঠানো হয়েছে৷ অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে “।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top