ঝাড়খণ্ডের মুসাবনি এলাকায় প্রায় 70 টি হাতি সুবর্ণরেখা নদী পারাপার করছে। কয়েকদিন ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ এলাকায় দাপিয়ে বেড়ায় 70 টি একটি হাতির দল। যার ফলে যেমন প্রাণহানির ঘটনা ঘটেছে ,তেমনি ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি করেছে হাতির দল। অবশেষে বনদপ্তর এর পক্ষ থেকে সেই হাতির দল কে ঝাড়খণ্ডের দিকে পাঠানো হয়।
বৃহস্পতিবার সকালে ঝাড়খন্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার বনদপ্তর এর অধীন মুসাবনি এলাকায় 70 টি হাতির দল দাপিয়ে বেড়ায়। বৃহস্পতিবার সকালে ঝাড়খন্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার বনদপ্তর এর মুসাবনি রেঞ্জ এর সিংপুর এলাকায় সুবর্ণরেখা নদী পারাপার করছে প্রায় 70 টির বেশি হাতি। বন দফতর এর পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে। কিন্তু সুবর্ণরেখা নদীতে হাতির দলের পারাপার দৃশ্য দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে। ঘটনাস্থলে রয়েছে বন দফতরের কর্মীরা। ঝড়খন্ড রাজ্যের পূর্ব জেলার বনদপ্তর এর পক্ষ থেকে ওই এলাকার সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন – সহকারি তন্তু পাট দিয়ে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী তৈরির এক বিশেষ প্রশিক্ষণ শিবির
সেইসঙ্গে হাতির যাত্রা পথে বাধা দিতে নিষেধ করা হয়েছে। হাতিকে উত্তপ্ত করতে নিষেধ করা হয়েছে। হাতির দল বিভিন্ন এলাকায় গিয়ে তাণ্ডব চালাতে না পারে তার জন্য বন দফতরের পক্ষ থেকে ওই হাতির দল এর গতিবিধির ওপর নজরদারি শুরু করা হয়েছে। হাতির হামলার আশঙ্কায় সন্ধ্যার সময় ওই এলাকার জঙ্গল রাস্তা দিয়ে যাতায়াত করতে নিষেধ করা হয়েছে । তা সত্ত্বেও যেভাবে 70 টি হাতির দল ওই এলাকায় ঢুকে তাণ্ডব শুরু করেছে তাতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা । তবে হাতির দল ফের ঝাড়গ্রাম জেলায় ফিরে আসবে বলে অনেকেই আশঙ্কা করছেন। তাই ওই হাতির দলের গতিবিধির উপর নজরদারি অব্যাহত রেখেছে বন দফতর । 70 টি হাতি