আইসিডিএস কেন্দ্রে দেওয়া খিঁচুড়িতে সাপ, অসুস্থ একাধিক শিশু। আইসিডিএস কেন্দ্র থেকে দেওয়া খিঁচুড়িতে আস্ত সাপ। আর তা দেখেই অসুস্থ হয়ে পড়ল একাধিক শিশু। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের গাবডোবা এলাকায়। অসুস্থ শিশু সহ ওই আইসিডিএস কেন্দ্র থেকে খিঁচুড়ি নেওয়া শিশু ও প্রসুতিদের নিয়ে যাওয়া হচ্ছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতোই আজ দুপুরে বিষ্ণুপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের গাবডোবা এলাকার একটি আইসিডিএস কেন্দ্র থেকে এলাকার শিশু ও প্রসুতি মা দের রান্না করা খিঁচুড়ি দেওয়া হয়। জানা গেছে এলাকার প্রায় ৭০ জন শিশু ও ২৫ জন প্রসুতি মা ওই কেন্দ্র থেকে রান্না করা খাবার নিয়ে থাকেন । এদের মধ্যে অধিকাংশ শিশু ও প্রসুতি এদিন আইসিডিএস কেন্দ্রে হাজির হয়ে রান্না করা খিঁচুড়ি সংগ্রহ করে বাড়িতে নিয়ে যান। পরে স্থানীয় এক শিশু বাড়িতে নিয়ে গিয়ে ওই খিঁচুড়ি খাওয়ার সময় আচমকাই তার মায়ের নজরে পড়ে খাবারের থালায় পড়ে রয়েছে একটি সাপ।
এই খবর ছড়িয়ে পড়ার পর অসুস্থ বোধ করতে থাকে এক শিশু। শুরু হয় বমি। তড়িঘড়ি তাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর আরো কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়ার আশঙ্কায় তাদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের দাবি আইসিডিএস কেন্দ্রের তরফে দেওয়া রান্না করা খাবার খেয়েছে অধিকাংশ শিশু ও প্রসুতি মা। স্বাভাবিক ভাবেই খিঁচুড়িতে সাপ বেরিয়ে আসার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।