শিলিগুড়ি মহকুমা নির্বাচনী প্রচার থেকে শঙ্কর ঘোষকে তীব্র আক্রমণ শানালেন অরূপ বিশ্বাস

শিলিগুড়ি মহকুমা নির্বাচনী প্রচার থেকে শঙ্কর ঘোষকে তীব্র আক্রমণ শানালেন অরূপ বিশ্বাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শিলিগুড়ি মহকুমা নির্বাচনী প্রচার থেকে শঙ্কর ঘোষকে তীব্র আক্রমণ শানালেন অরূপ বিশ্বাস।মানুষকে ভুল বুঝিয়ে শিলিগুড়ি থেকে নির্বাচিত হয়েছিলেন বিজেপি বিধায়ক। মিথ্যাচার, ভুল বুঝতে পেরে পুরনির্বাচনে তার নিজ ওয়ার্ডে প্রথম-দ্বিতীয় নয় তৃতীয় নম্বরে পাঠিয়ে দিয়েছে শিলিগুড়ির মানুষ। শিলিগুড়ি মহকুমা নির্বাচনী প্রচার থেকে ভাজপা বিধায়ক শঙ্কর ঘোষের অবস্থান তুলে ধরে তীব্র আক্রমণ শানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। যবনিকা টানলেন রাম বাম ভোট বোঝাপড়ার হিসেবেও। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই শিলিগুড়ি মহকুমা নির্বাচনী প্রচারে পৌঁছান মন্ত্রী অরূপ বিশ্বাস।

 

হাজির হন রাজ্য সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন এবং শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার ফাঁসীদেওয়া ব্লকে সংখ্যা লঘু অধ্যুষিত এলাকা নিজামতারা, চটহাট এলাকায় দীর্ঘ বর্ণাঢ্য শোভাযাত্রা করেন মন্ত্রী অরূপ বিশ্বাস সহ অন্যান্যরা। প্রায় ২৭কিমি হুডখোলা জিপে ফাঁসিদেওয়া ব্লকের মহকুমা প্রার্থী আইনুল হকের প্রচারে মন্ত্রীর শোভাযাত্রা দীর্ঘায়িত হয়। প্রত্যন্ত সীমান্ত ঘেঁষা গ্রামীন এলাকায় পথ সভার আদলে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থী প্রচারে রাস্তায় দাঁড়িয়েই সভা সারেন মন্ত্রী।

 

এদিন মন্ত্রীর আগাগোড়া নিশনায় ছিল বিজেপি ও বামেদের চোরা পথে ভোট অদল বদলের ঘৃণ্য রাজনীতি। ফাঁসীদেওয়া ব্লক মহকুমা তৃনমূল পরিষদ প্রার্থী আইনুল হক। এই সংখ্যা লঘু এলাকার তৃনমূলের শক্ত ঘাঁটি। তার শক্ত গড়ে বাম ও বিজেপির সমর্থক শূন্য। তাই নিজ প্রার্থীর উপর থেকে সহায় হাত তুলে পরিবর্তে বিজেপির বিরুদ্ধে কালো টাকা দিয়ে তৃনমূল বহিষ্কৃত নির্দল প্রার্থীকে মদত দেওয়ার অভিযোগ সামনে আসছে পদ্ম শিবিরের বিরুদ্ধে। চোরাপথে কিশানগঞ্জ হয়ে সে টাকা পৌছচ্ছে বলেও বিজেপির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তোলেন ইটাহারের বিধায়ক মোশারফ। তবে গেরুয়া শিবিরের চোরা মদতকে ধূলিসাৎ করে এদিন মন্ত্রি অরূপ বিশ্বাসকে ঘিরে চরম উন্মাদনায় মেতে ওঠেন এলাকাবাসীরা। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের গোটা শোভা যাত্রায় সংখ্যালঘু পরিবারের মহিলাদের পুষ্পবৃষ্টি বর্ষিত হয়।

 

মন্ত্রী বক্তব্যের শুরুতেই ভাজপা বিধায়ককে এক হাতে নিয়ে তীব্র আক্রমণ শানিয়ে বলেন শিলিগুড়ি থেকে নির্বাচিত হয়েছিলেন মানুষকে ভুল বুঝিয়ে। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নাম না করে তোপ দেগে তিনি আরো5 বলেন মিথ্যে প্রতিশ্রুতি নৌকায় চেপে নির্বাচিত হয়েছিলেন তিনি। মানুষ তার ভুল বুঝতে পেরেছে। তাই শিলিগুড়ি পুরো নির্বাচনে তিনি যখন দাঁড়ান তার নিজ ওয়ার্ডে প্রথম নয়, দ্বিতীয় নয় তৃতীয় স্থানে ঢেলে দিয়েছেন শিলিগুড়ির জনগনের রায়। মন্ত্রী একবার ফের রাম বাম বিজেপিও সিপিএমের ঘোটকে সামনে তুলে ধরে শিলিগুড়িতে চলা অশোক ভট্টাচার্য ও শঙ্কর ঘোষের চুপিসারে ঘটা ভোট বিনিময়ের প্রসঙ্গ ফের একবার মনে করিয়ে দিয়ে বলেন একজন হেরো পার্টির কাছে গিয়েছে আমাকে বাঁচাও। ভোট স্থানান্তর করো।

 

একইসঙ্গে ফাঁসিদেওয়া ব্লকের তৃণমূল বহিস্কৃত বিজেপি মদত পুষ্ট নির্দল প্রার্থী আক্তারের নাম না করে তিনি জনসাধারণের উদ্দেশ্যে বলেন হাত জোড় করে আবেদন গদ্দারকে একটিও ভোট নয়। গদ্দারকে একটি ভোট মানে সাম্প্রদায়িক বিজেপিকে ভোট। এদিকে দলের কর্মসূচি ঘিরে ব্যাপক উন্মাদনা চোখে পড়ে। জনসমাগমে ভেসে মন্ত্রী বলেন এই বিপুল সমর্থন তৃণমূলের জয় নিশ্চিত করছে। তিনি নিজের রাজনৈতিক অভিজ্ঞতাকে শর্ত রেখে বলেন যদি আমি রাজনীতি বুঝে থাকি তবে আইনুল হক এই মহকুমা পরিষদ এ বিপুল ভোটে জয় যুক্ত হবেন তা স্থির হয়ে গিয়েছে। সাবিনা ইয়াসমিন বলেন কোভিডের কাউকে বিজেপি রাস্তায় দেখা যায়নি। তৃণমূলকে পেয়েছেন পাশে। তাই তাদের সুযোগ দিন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top