একই রাতে চুরি গেল 11 খানা দোকান. ঘটনাস্থলে কাকদ্বীপ থানার পুলিশ. দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ থানা এলাকার উকিলের বাজারে একি রাতে চুরি গেল 11 খানা দোকান. 11 খানা দোকানের মধ্যে ছিল কয়েকটি চায়ের দোকান. মুদিখানা দোকান. কামারশালা. মেস দোকান. গার্মেন্টস সহ অন্যান্য দোকান. 11 খানা দোকানের মধ্যে একটি দোকানে লাগানো থাকা সিসিটিভি ক্যামেরা ভেঙে লুট হয় দোকানে থাকা কিছু ক্যাশ . অপরদিকে উকিলের বাজারের এক চা দোকানদার মেয়ের বিয়ের জন্য দোকানে রেখেছিল 2 লক্ষ নগদ টাকা. সেই টাকাও চুরি গেছে বলে অভিযোগ.
সামনেই মেয়ের বিয়ে আর ঠিক তার আগেই টাকা চুরি যাওয়া দুশ্চিন্তায় পরিবার. ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘদিন ধরে উকিলের বাজারে রাত্রে থাকছে না কোন প্রশাসনিক নিরাপত্তা. বাজারে কোথাও প্রশাসনের পক্ষ থেকে লাগানো নেই সিসিটিভি ক্যামেরা যার কারণেই বারে বারে এই চুরির ঘটনা ঘটছে. তবে আজ সকালে ঘটনাস্থলে কাকদ্বীপ থানার পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে
আরও পড়ুন – তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় জারি লাল সংকেত
উল্লেখ্য, দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ থানা এলাকার উকিলের বাজারে একি রাতে চুরি গেল 11 খানা দোকান. 11 খানা দোকানের মধ্যে ছিল কয়েকটি চায়ের দোকান. মুদিখানা দোকান. কামারশালা. মেস দোকান. গার্মেন্টস সহ অন্যান্য দোকান. 11 খানা দোকানের মধ্যে একটি দোকানে লাগানো থাকা সিসিটিভি ক্যামেরা ভেঙে লুট হয় দোকানে থাকা কিছু ক্যাশ . অপরদিকে উকিলের বাজারের এক চা দোকানদার মেয়ের বিয়ের জন্য দোকানে রেখেছিল 2 লক্ষ নগদ টাকা.
সেই টাকাও চুরি গেছে বলে অভিযোগ. সামনেই মেয়ের বিয়ে আর ঠিক তার আগেই টাকা চুরি যাওয়া দুশ্চিন্তায় পরিবার. ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘদিন ধরে উকিলের বাজারে রাত্রে থাকছে না কোন প্রশাসনিক নিরাপত্তা. বাজারে কোথাও প্রশাসনের পক্ষ থেকে লাগানো নেই সিসিটিভি ক্যামেরা যার কারণেই বারে বারে এই চুরির ঘটনা ঘটছে. তবে আজ সকালে ঘটনাস্থলে কাকদ্বীপ থানার পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে