অনূর্ধ্ব 17 টেবিল টেনিসে রুপা অর্জন করল বেলঘড়িয়ার শুভাঙ্কৃতা দত্ত

অনূর্ধ্ব 17 টেবিল টেনিসে রুপা অর্জন করল বেলঘড়িয়ার শুভাঙ্কৃতা দত্ত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অনূর্ধ্ব 17 টেবিল টেনিসে রুপা অর্জন করল বেলঘড়িয়ার শুভাঙ্কৃতা দত্ত। কেরলের আলবশির ওয়াই,এ,সি,এ,ইনডোর স্টেডিয়ামে জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা 17 থেকে 23 শে জুন অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বেলঘড়িয়া যতিন দাস নগর পূর্ব বেলঘড়িয়ার বাসিন্দা 13 বছরের শুভাঙ্কৃতা দত্ত আন্ডার সেভেন্টিনে দ্বিতীয় স্থান অধিকার করে রুপোর পদক জয় করে আনলো। শুভাঙ্কৃতা বারাকপুর ডগলাস স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। বর্তমানে সিঁথি কোরাস অ্যাথলেটিক্স ও যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে অনুশীলন করে থাকে।

 

তার মা শর্মিষ্ঠা দত্ত পিতা শুভঙ্কর দত্ত বলেন ছোটবেলা থেকেই সে টেবিল টেনিস খেলার প্রতি ভিশন ঝোঁক ছিল। খেলার জন্য পড়াশোনা কিছুটা বেগ পেতে হয়। তবে স্কুল কর্তৃপক্ষ অনিয়মিত স্কুলের উপস্থিতির ক্ষেত্রে সহযোগিতা করে থাকেন বলে তারা জানান। তার এই সাফল্যের জন্য কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা বলেন, আগামী দিনে খেলাধুলার ক্ষেত্রে যেকোনো প্রয়োজনে সর্বতোভাবে সহযোগিতার হাত পৌর কর্তৃপক্ষ বাড়িয়ে দেবেন বলে তিনি জানান।

আরও পড়ুন – ঘুরতে যাওয়ার নাম করে এক পঞ্চম শ্রেণীর ছাত্রীকে পাট খেতে নিয়ে গিয়ে ধর্ষণ

উল্লেখ্য, কেরলের আলবশির ওয়াই,এ,সি,এ,ইনডোর স্টেডিয়ামে জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা 17 থেকে 23 শে জুন অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বেলঘড়িয়া যতিন দাস নগর পূর্ব বেলঘড়িয়ার বাসিন্দা 13 বছরের শুভাঙ্কৃতা দত্ত আন্ডার সেভেন্টিনে দ্বিতীয় স্থান অধিকার করে রুপোর পদক জয় করে আনলো। শুভাঙ্কৃতা বারাকপুর ডগলাস স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। বর্তমানে সিঁথি কোরাস অ্যাথলেটিক্স ও যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে অনুশীলন করে থাকে।

 

তার মা শর্মিষ্ঠা দত্ত পিতা শুভঙ্কর দত্ত বলেন ছোটবেলা থেকেই সে টেবিল টেনিস খেলার প্রতি ভিশন ঝোঁক ছিল। খেলার জন্য পড়াশোনা কিছুটা বেগ পেতে হয়। তবে স্কুল কর্তৃপক্ষ অনিয়মিত স্কুলের উপস্থিতির ক্ষেত্রে সহযোগিতা করে থাকেন বলে তারা জানান। তার এই সাফল্যের জন্য কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা বলেন, আগামী দিনে খেলাধুলার ক্ষেত্রে যেকোনো প্রয়োজনে সর্বতোভাবে সহযোগিতার হাত পৌর কর্তৃপক্ষ বাড়িয়ে দেবেন বলে তিনি জানান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top