কয়লা পাচার কাণ্ডে অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায়কে তলব করলো ইডি

কয়লা পাচার কাণ্ডে অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায়কে তলব করলো ইডি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কয়লা পাচার কাণ্ডে অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায়কে তলব করলো ইডি। কলকাতার ইডি দফতরে আজ তাকে ডেকে পাঠানো হয়েছে। কয়লা পাচার কান্ডের তদন্ত করছে দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে পারিবারিক সমস্যার কারণে দিল্লিতে জেরার সন্মুখীন হওয়া সমস্যার বলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দোপাধ্যায় এবং রুজির বন্দোপাধ্যায়।

 

সুপ্রিম কোর্ট ইডিকে কলকাতায় জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালানোর আবেদন জানায়। তবে পূর্ন নিরাপত্তা যাতে পুলিশ দেয় সেই বিষয়েও নির্দেশ দেওয়া হয়। এরপরই আজ সকালে তাকে কলকাতার ইডি দফতরে হাজির হওয়ার নির্দেশ দেয় ইডি। দিল্লির তদন্তকারী দলের আধিকারিকদের ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে কলকাতার ইডি দফতরে। সেখানেই রুজিরা বন্দোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

আরও পড়ুন – ঘুরতে যাওয়ার নাম করে এক পঞ্চম শ্রেণীর ছাত্রীকে পাট খেতে নিয়ে গিয়ে ধর্ষণ

ইডি সূত্রের খবর, কয়লা পাচার কান্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার সম্পত্তির তথ্য খতিয়ে দেখে ইডি জানতে পারে অনুপ মাঝির ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা পৌঁছেছিল সিঙ্গাপুরের রুজিরা নারুলা নামের কোনও ব্যক্তির ব্যাংক একাউন্টে। পাশাপাশি রুজিরা নারুলা এবং রুজিরা ব্যানার্জী যে একই ব্যক্তি সেই তথ্য এসে পৌঁছায় ইডির হাতে।

 

এরপরই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করে দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে বারংবার দিল্লিতে হাজিরা এড়িয়ে যান তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জির স্ত্রী। এবার তাকে জিজ্ঞাসাবাদের জন্যে কলকাতায় তলব করলো ইডি। তার ব্যাংক একাউন্টে পৌঁছানো টাকা কি কারণে তিনি নিয়েছিলেন এবং সেই টাকার কি ব্যবহার হয়েছিল বা অনুপ মাঝি ওরফে লালার সঙ্গে তার সম্পর্ক কি সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর।

 

উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ডে অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায়কে তলব করলো ইডি। কলকাতার ইডি দফতরে আজ তাকে ডেকে পাঠানো হয়েছে। কয়লা পাচার কান্ডের তদন্ত করছে দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে পারিবারিক সমস্যার কারণে দিল্লিতে জেরার সন্মুখীন হওয়া সমস্যার বলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দোপাধ্যায় এবং রুজির বন্দোপাধ্যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top