প্রায় ৯ ঘন্টা ট্রেন লেট। খাবার নিয়েও অভিযোগ দুরন্ত এক্সপ্রেসের যাত্রীদের। একে প্রায় ৯ ঘন্টার মতো ট্রেন লেটের অভিযোগ। পানীয় জল চেয়ে খেতে হয়েছে বলে এমন অভিযোগও তুলেছেন যাত্রীরা। তার উপর খাবার নিয়েও অভিযোগ তুলেছেন ডাউন হাওড়া মুম্বই দুরন্ত এক্সপ্রেসের যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, ওই ট্রেন বুধবার রাত আটটা নাগাদ ঢোকার কথা থাকলেও ট্রেন ঢোকে বৃহস্পতিবার ভোরে। যাত্রীদের অভিযোগ, ট্রেনে খাবারদাবার একদম ভালো ছিলনা। একথা জানিয়েও কোনও ফল মেলেনি। দুরন্ত’র মতো ট্রেনে এমন পরিষেবা নিয়ে রীতিমতো ক্ষুদ্ধ যাত্রীরা।
তাঁরা আইআরসিটিসি এর অভিযোগ বুকে অভিযোগ দায়ের করেছেন বলেও জানা গেছে। ওই ট্রেনের এক যাত্রী জানান, খাবারদাবার একদম ভালো ছিলনা। ৯ ঘন্টা ট্রেন লেট ছিল। অনেক কষ্ট হয়েছে আমাদের। আরেক যাত্রী জানান, প্রায় ৯ ঘন্টা ট্রেন লেট ছিল। রাতের খাবার দেয়নি। জলের খুব প্রবলেম হয়েছে। বারবার জল চেয়ে নিতে হয়েছে। তবে, তার জন্য এক্সট্রা পয়সা কিছু লাগেনি। দুরন্ত ট্রেন দুরন্ত বলে মনে হচ্ছিল না। মনে হচ্ছিল নড়ন্ত ট্রেন। নড়ে নড়ে আসছিল।
আরও পড়ুন – দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে বাকি, শমীক
উল্লেখ্য, একে প্রায় ৯ ঘন্টার মতো ট্রেন লেটের অভিযোগ। পানীয় জল চেয়ে খেতে হয়েছে বলে এমন অভিযোগও তুলেছেন যাত্রীরা। তার উপর খাবার নিয়েও অভিযোগ তুলেছেন ডাউন হাওড়া মুম্বই দুরন্ত এক্সপ্রেসের যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, ওই ট্রেন বুধবার রাত আটটা নাগাদ ঢোকার কথা থাকলেও ট্রেন ঢোকে বৃহস্পতিবার ভোরে। যাত্রীদের অভিযোগ, ট্রেনে খাবারদাবার একদম ভালো ছিলনা। একথা জানিয়েও কোনও ফল মেলেনি। দুরন্ত’র মতো ট্রেনে এমন পরিষেবা নিয়ে রীতিমতো ক্ষুদ্ধ যাত্রীরা।
তাঁরা আইআরসিটিসি এর অভিযোগ বুকে অভিযোগ দায়ের করেছেন বলেও জানা গেছে। ওই ট্রেনের এক যাত্রী জানান, খাবারদাবার একদম ভালো ছিলনা। ৯ ঘন্টা ট্রেন লেট ছিল। অনেক কষ্ট হয়েছে আমাদের। আরেক যাত্রী জানান, প্রায় ৯ ঘন্টা ট্রেন লেট ছিল। রাতের খাবার দেয়নি। জলের খুব প্রবলেম হয়েছে। বারবার জল চেয়ে নিতে হয়েছে। তবে, তার জন্য এক্সট্রা পয়সা কিছু লাগেনি। দুরন্ত ট্রেন দুরন্ত বলে মনে হচ্ছিল না। মনে হচ্ছিল নড়ন্ত ট্রেন। নড়ে নড়ে আসছিল।