ভুয়ো কলসেন্টার খুলে আন্তর্জাতিক স্তরে আর্থিক প্রতারণার অভিযোগে ৮ জন গ্রেপ্তার, উদ্ধার ৩৬ লক্ষ টাকা। ভুয়ো কলসেন্টার খুলে আসল সফটওয়ারের বদলে নকল সফটওয়ার বিক্রি করে নতুবা কোনও গিফট কার্ড বিক্রির নামে আমেরিকা ও কানাডা সহ আন্তর্জাতিক স্তরে আর্থিক প্রতারনার অভিযোগে চক্রের দুই মাথা সহ ৮ জন কে গ্রেপ্তার করল বারুইপুর পুলিস বিশেষ টীম। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৬ লক্ষ ৫৬ হাজার ৪০০ টাকা, দু’টি কম্পিউটার, ২টি মোডেম, ১ টা হার্ড ডিস্ক, ৯ টি মোবাইল।
বৃহস্পতিবার বারুইপুর সাইবার ক্রাইম, নরেন্দ্রপুর থানা, ডি এস পি ডি ই বি, এস পি ডিও বারুইপুর তল্লাশি চালায় নরেন্দ্রপুরের ভুয়ো কল সেন্টারে। এদিন বারুইপুর পুলিস জেলার সুপার মিসেস পুস্পা বলেন, কানাডা, আমেরিকা সহ বিভিন্ন জায়গায় কল করিয়ে মানুষজনের সঙ্গে আর্থিক প্রতারনা করা হচ্ছিল ভুয়ো কল সেন্টার তৈরি করে। এই চক্রের মূল মাথা দেবজ্যতি ঘোষ ওরফে রাহুল। ১ বছর ধরে কল সেন্টার চলছিল। সব প্রতারণা হয়েছে আন্তর্জাতিক স্তরে। অভিযুক্তরা কলকাতার বাসিন্দা। এদের পুলিস হেফাজতে নিয়ে বাকিদের সন্ধানে তল্লাশি চালানো হবে। এদের শুক্রবার বারুইপুর আদালতে তোলা হবে।
আরও পড়ুন – দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে বাকি, শমীক
উল্লেখ্য, ভুয়ো কলসেন্টার খুলে আসল সফটওয়ারের বদলে নকল সফটওয়ার বিক্রি করে নতুবা কোনও গিফট কার্ড বিক্রির নামে আমেরিকা ও কানাডা সহ আন্তর্জাতিক স্তরে আর্থিক প্রতারনার অভিযোগে চক্রের দুই মাথা সহ ৮ জন কে গ্রেপ্তার করল বারুইপুর পুলিস বিশেষ টীম। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৬ লক্ষ ৫৬ হাজার ৪০০ টাকা, দু’টি কম্পিউটার, ২টি মোডেম, ১ টা হার্ড ডিস্ক, ৯ টি মোবাইল।
বৃহস্পতিবার বারুইপুর সাইবার ক্রাইম, নরেন্দ্রপুর থানা, ডি এস পি ডি ই বি, এস পি ডিও বারুইপুর তল্লাশি চালায় নরেন্দ্রপুরের ভুয়ো কল সেন্টারে। এদিন বারুইপুর পুলিস জেলার সুপার মিসেস পুস্পা বলেন, কানাডা, আমেরিকা সহ বিভিন্ন জায়গায় কল করিয়ে মানুষজনের সঙ্গে আর্থিক প্রতারনা করা হচ্ছিল ভুয়ো কল সেন্টার তৈরি করে। এই চক্রের মূল মাথা দেবজ্যতি ঘোষ ওরফে রাহুল। ১ বছর ধরে কল সেন্টার চলছিল।