নৌকাডুবির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কোচবিহার জেলার মেখলিগঞ্জে। বৃহস্পতিবার রাত ৮ টা নাগাদ মেখলিগঞ্জ ব্লকের ৪০ নিজতরফে নৌকা ডুবির ঘটনা ঘটে বলেই স্থানীয়রা জানান। সেই নৌকাতে ১৭ জন কৃষক সহ ১২৩ বস্তা বাদাম ছিল। নৌকা ডুবে যাওয়ার পর ১৬ জন মানুষকে সুস্থ ভাবে পাওয়া গেলেও একজনকে খুজেঁ পাওয়া যায়নি। উদ্ধার হওয়া ১৬ জন জানায় তাদের সাথে আরো একজন ছিলেন। তাকে খুজেঁ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ যুবকের নাম বলরাম মন্ডল। বাডি ময়নাগুড়ির হেলাপাকরিতে।
অন্যদিকে নৌকা ডুবির খবর পেয়ে মেখলিগঞ্জ এর BDO অরুন কুমার সামন্ত, মেখলিগঞ্জ এর ওসি রাহুল তালুকদার, মেখলিগঞ্জের সিআই পূরণ রাই, সিভিল ডিফেন্সের কর্মী ও আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। বিএসএফের স্পিড বোট ও অন্যান্য নৌকা দিয়ে এখনো তল্লাশি চলছে জোরকদমে।
উল্লেখ্য, নৌকাডুবির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কোচবিহার জেলার মেখলিগঞ্জে। বৃহস্পতিবার রাত ৮ টা নাগাদ মেখলিগঞ্জ ব্লকের ৪০ নিজতরফে নৌকা ডুবির ঘটনা ঘটে বলেই স্থানীয়রা জানান। সেই নৌকাতে ১৭ জন কৃষক সহ ১২৩ বস্তা বাদাম ছিল। নৌকা ডুবে যাওয়ার পর ১৬ জন মানুষকে সুস্থ ভাবে পাওয়া গেলেও একজনকে খুজেঁ পাওয়া যায়নি। উদ্ধার হওয়া ১৬ জন জানায় তাদের সাথে আরো একজন ছিলেন। তাকে খুজেঁ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ যুবকের নাম বলরাম মন্ডল। বাডি ময়নাগুড়ির হেলাপাকরিতে।
অন্যদিকে নৌকা ডুবির খবর পেয়ে মেখলিগঞ্জ এর BDO অরুন কুমার সামন্ত, মেখলিগঞ্জ এর ওসি রাহুল তালুকদার, মেখলিগঞ্জের সিআই পূরণ রাই, সিভিল ডিফেন্সের কর্মী ও আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। বিএসএফের স্পিড বোট ও অন্যান্য নৌকা দিয়ে এখনো তল্লাশি চলছে জোরকদমে।