ভাটপাড়ায় 26 শে জুন পৌরসভার একটি ওয়ার্ডে পুনঃনির্বাচন কেন্দ্র করে গোটা এলাকা ঘুরে দেখলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা ও বিশাল পুলিশবাহিনী । ভাটপাড়া পুরসভা,পানহাটি পুরসভা, দমদম পুরসভার ১ টি করে ওয়ার্ডে আগামী ২৬ জুন পূনর্নিবাচন। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্র ঘুড়ে দেখছেন বারাকপুর পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা।
প্রতিটি বুথই স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে। পুলিশ ডিরেক্টরটের নির্দেশ অনুযায়ী পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে। প্রতিটি বুথে স্বশস্ত্র ২ জন করে পুলিশ কর্মী মোতায়েন থাকবে। ৩ টি ওয়ার্ডেই পুলিশি টহলদারী ও নজরদারি চলছে। DC ও স্থানীয় থানার তরফে দফায় দফায় নজরদারী চালানো হচ্ছে। যেকোনো পরিস্থিতির মোকাবিলায় বাহিনী মজুত রাখা হবে। আনুমানিক ৩০০ পুলিশ কর্মী মোতায়ন করা হবে ২৬ তারিখে নির্বাচনে। বাইট: ব্যারাকপুর কমিশনারেট এর পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
আরও পড়ুন – টেক সাপোর্টের নাম করে জার্মানির বাসিন্দাদের, বিদেশি মুদ্রায় লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেফতার ৪
উল্লেখ্য, ভাটপাড়ায় 26 শে জুন পৌরসভার একটি ওয়ার্ডে পুনঃনির্বাচন কেন্দ্র করে গোটা এলাকা ঘুরে দেখলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা ও বিশাল পুলিশবাহিনী । পুরসভা,পানহাটি পুরসভা, দমদম পুরসভার ১ টি করে ওয়ার্ডে আগামী ২৬ জুন পূনর্নিবাচন। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্র ঘুড়ে দেখছেন বারাকপুর পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা।
আরও পড়ুন – বাড়ি থেকে সোনার গহনা চুরির ঘটনায় গ্রেফতার এক পরিচারিকা
প্রতিটি বুথই স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে। পুলিশ ডিরেক্টরটের নির্দেশ অনুযায়ী পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে। প্রতিটি বুথে স্বশস্ত্র ২ জন করে পুলিশ কর্মী মোতায়েন থাকবে। ৩ টি ওয়ার্ডেই পুলিশি টহলদারী ও নজরদারি চলছে। DC ও স্থানীয় থানার তরফে দফায় দফায় নজরদারী চালানো হচ্ছে। যেকোনো পরিস্থিতির মোকাবিলায় বাহিনী মজুত রাখা হবে। আনুমানিক ৩০০ পুলিশ কর্মী মোতায়ন করা হবে ২৬ তারিখে নির্বাচনে। বাইট: ব্যারাকপুর কমিশনারেট এর পুলিশ কমিশনার মনোজ ভার্মা।