জিটিএ নির্বাচনের শেষ দিনের প্রচারে ঝড় তুললো সমস্ত রাজনৈতিক দল। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দলের তরফে প্রচারের শেষ দিনে ৮ কিলোমিটার পথযাত্রা করা হয়। পদযাত্রা নেতৃত্বে ছিলেন দলের সভাপতি অনিত থাপা। এদিন পাহাড়ে ভারী বৃষ্টিপাত কে উপেক্ষা করেই দার্জিলিংয়ে ঘুম এলাকা থেকে এই পদ যাত্রা শুরু হয়। পদযাত্রা দার্জিলিংয়ের মোটর স্ট্যান্ড এ গিয়ে শেষ হয়। মিছিল থেকে পাহাড়ে উন্নয়নের স্বার্থে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দলকে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানানো হয়।
প্রসঙ্গত রবিবার গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের 45 টি আসনের নির্বাচন হতে যাচ্ছে। দার্জিলিংয়ের জি টি এর সদর দপ্তর লালকুঠি কার দখলে যায় সেদিকে তাকিয়েই গোটা পাহাড়। ইতিমধ্যেই জিটিএ নির্বাচন থেকে সুভাষ ঘিসিংয়ের দল গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট দল নিজেদের সরিয়ে রাখলেও ময়দান ফাঁকা রাখেনি সদ্য পাহাড়ে জন্ম নেওয়া অজয় এডওয়ার্ডের রাজনৈতিক দল হামরো পার্টি। তবে দার্জিলিং পৌরসভা নির্বাচনে পুরসভা এককভাবে অজয়ের দল দখল নিয়েছিল। তাই এবার জিটিএর লালকুঠি দখলের লক্ষ্যে নিয়ে ময়দানে নেমেছে অজয়।
আরও পড়ুন – টেক সাপোর্টের নাম করে জার্মানির বাসিন্দাদের, বিদেশি মুদ্রায় লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেফতার ৪
উল্লেখ্য, জিটিএ নির্বাচনের শেষ দিনের প্রচারে ঝড় তুললো সমস্ত রাজনৈতিক দল। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দলের তরফে প্রচারের শেষ দিনে ৮ কিলোমিটার পথযাত্রা করা হয়। পদযাত্রা নেতৃত্বে ছিলেন দলের সভাপতি অনিত থাপা। এদিন পাহাড়ে ভারী বৃষ্টিপাত কে উপেক্ষা করেই দার্জিলিংয়ে ঘুম এলাকা থেকে এই পদ যাত্রা শুরু হয়। পদযাত্রা দার্জিলিংয়ের মোটর স্ট্যান্ড এ গিয়ে শেষ হয়। মিছিল থেকে পাহাড়ে উন্নয়নের স্বার্থে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দলকে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানানো হয়।
প্রসঙ্গত রবিবার গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের 45 টি আসনের নির্বাচন হতে যাচ্ছে। দার্জিলিংয়ের জি টি এর সদর দপ্তর লালকুঠি কার দখলে যায় সেদিকে তাকিয়েই গোটা পাহাড়। ইতিমধ্যেই জিটিএ নির্বাচন থেকে সুভাষ ঘিসিংয়ের দল গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট দল নিজেদের সরিয়ে রাখলেও ময়দান ফাঁকা রাখেনি সদ্য পাহাড়ে জন্ম নেওয়া অজয় এডওয়ার্ডের রাজনৈতিক দল হামরো পার্টি। তবে দার্জিলিং পৌরসভা নির্বাচনে পুরসভা এককভাবে অজয়ের দল দখল নিয়েছিল। তাই এবার জিটিএর লালকুঠি দখলের লক্ষ্যে নিয়ে ময়দানে নেমেছে অজয়।