বোনের প্রেমিক সন্দেহ? খুনের চেষ্টা যুবককে গ্রেপ্তার সেনা কর্মী

বোনের প্রেমিক সন্দেহ? খুনের চেষ্টা যুবককে গ্রেপ্তার সেনা কর্মী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বোনের প্রেমিক সন্দেহ? খুনের চেষ্টা যুবককে গ্রেপ্তার সেনা কর্মী। বসিরহাট হাসনাবাদ থানার সিমুলিয়া কালীবাড়ির ঘটনা। বছর ৩০,এর যুবক সবুর সরদার একই গ্রামে বাড়ি বছর ২২, এর যুবতীর সঙ্গে তার প্রেম ভালবাসার রয়েছে। এই অভিযোগে দাদা অনুপ সরদার পেশায় সেনাকর্মী, তিনি কর্মরত রাজস্থানের যোধপুর। ছুটিতে বাড়ি এসেছেন,গতকাল বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ যুবক সবুর সরদার নিজের মেছো ভেরি থেকে বাড়ি ফিরছিল, সেই সময় ওই যুবতীর বাড়ির সামনে আসতেই পথ আটকায় যুবতীর দাদা সেনাকর্মী অনুপ সরকার,,

 

বিধান সরকার,আমরি সরকার এই তিনজন, ওই যুবককে ধরে প্রথমে তার হাত-পা বেঁধে লোহার রড ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে, শরীরের একাধিক অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তারপর বাড়ির পাশে ফাঁকা মাঠে ফেলে রাখে। এই ঘটনা জানাজানি হতেই যুবককে রক্তাক্ত অবস্থায় জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে প্রথমে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন –  বাংলাদেশে পাচারের আগে উদ্ধার দশ লক্ষ টাকার ইয়াবা ও টাইডেল ট্যাবলেট

তারপর তার শারীরিক অবস্থার অবনতি হলে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়, তার অবস্থা আশঙ্কাজনক। আক্রান্ত যুবকের বাবা, জাকির সরদার ওই যুবতীর দাদা তথা সেনা কর্মী অনুপ সরকার, বিধান সরকার, আমরি সরকার তিন জনের বিরুদ্ধে যুবককে খুনের চেষ্টা মেরে ফেলে দেওয়ার অভিযোগ দায়ের করেছে হাসনাবাদ থানার।

 

পুলিশ অভিযোগের ভিত্তিতে সেনা কর্মী অনুপ সরকার কে আজ ভোররাতে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। বোনের সঙ্গে প্রেম ভালোবাসা আছে বলে শুধুই সন্দেহ বসতে যুবককে খুনের চেষ্টা, না এর পিছনে পূর্বপরিকল্পিত কোন ঘটনা আছে কিনা সেটাও তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top