দেওয়াল লিখনের মধ্য দিয়ে শহীদ দিবস পালনের সভার সমর্থনে প্রচার শুরু হল বালুরঘাটে

দেওয়াল লিখনের মধ্য দিয়ে শহীদ দিবস পালনের সভার সমর্থনে প্রচার শুরু হল বালুরঘাটে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দেওয়াল লিখনের মধ্য দিয়ে শহীদ দিবস পালনের সভার সমর্থনে প্রচার শুরু হল বালুরঘাটে। দেওয়াল লিখনের মধ্য দিয়ে ২১শে জুলাই কলকাতায় অনুষ্ঠিত হতে চলা তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালনের সভার সমর্থনে প্রচার শুরু হল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। শনিবার বালুরঘাটের ১১নং ওয়ার্ডের বালুরঘাট টাউন ক্লাব মাঠ সংলগ্ন এলাকায় তুলি হাতে দেওয়াল লিখন করেন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অম্বরিশ সরকার।

 

উপস্থিত ছিলেন জেলার তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মহেশ পারাখ এবং সহসভাপতি প্রিয়াঙ্কা বিশ্বাস। ইতিমধ্যেই ২১শে জুলাইয়ের সভার প্রচারে কোমর বেধে জেলা জুড়ে প্রচারে নামতে ২৬শে জুলাই তারিখে বুনিয়াদপুরে তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বদের নিয়ে প্রস্তুতি সভার ডাক দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। জানা গেছে ঐ সভাতেই তৃণমূল নেতৃত্ব প্রচারের ব্লু-প্রিন্ট তৈরী করবে।

আরও পড়ুন –  বাংলাদেশে পাচারের আগে উদ্ধার দশ লক্ষ টাকার ইয়াবা ও টাইডেল ট্যাবলেট

তবে সেই প্রস্তুতি সভার পূর্বে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি অম্বরিশ সরকার। তিনি বলেন এবার ২১শে জুলাইয়ের প্রচারে ফ্লেক্স ব্যানারের মাধ্যমে প্রচারের পাশাপাশি দেওয়াল লিখনেও জোর দিচ্ছি, ২১শে জুলাইয়ের সময় যত এগোবে তত আমাদের সভা সমিতির মিছিলের সংখ্যা বাড়বে। অম্বরিশ সরকার জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যেকটি বুথ থেকে অন্ততপক্ষে ১০ জন করে যুব কর্মী যাতে ২১শে জুলাই ধর্মতলায় শহীদ দিবস পালনের সভায় উপস্থিত থাকে সেই প্রাথমিক লক্ষ্যমাত্রা নিয়ে তারা এগোচ্ছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top