গত এক বছরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মৃত্যু. বৃষ্টির জল-কাদা মাড়িয়েই গৃহ শিক্ষিকার বাড়িতে পুজোর প্রসাদ দিতে বেরিয়ে ছিল সে। কিন্তু হরিদেবপুরের বাসিন্দা, ষষ্ঠ শ্রেণিতে পাঠরত নীতীশ যাদব। বরং হাফিজ মহম্মদ ইশাক রোডের একপাশে পড়ে রয়েছে তার হাত থেকে ছিটকে পড়া প্রসাদের প্যাকেট। আর এক পাশে কিছু উৎসুক চোখের চাহনি। কিছু ক্ষণ আগেই এই রাস্তা, তার পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্ট তরতাজা কিশোরের প্রাণ কেড়ে নিয়েছে, এখনও বিশ্বাস হচ্ছে না তাঁদের ।
হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পড়ুয়ার.
রবিবার সন্ধেয় ১২ বছরের কিশোরের এমন মর্মান্তিক মৃত্যু ফের নাড়িয়ে দিয়েছে শহরবাসীকে। একই সঙ্গে বহিঃপ্রকাশ ঘটেছে রাগ, দুঃখ, ক্ষোভের। কারণ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্ট, বাতিস্তম্ভ অথবা দায়িত্বজ্ঞানহীনের মতো রাস্তার জলে পড়ে থাকা বিদ্যুতের তারে বার বার প্রাণ গিয়েছে এই শহরে শহরতলি এবং সংলগ্ন জেলাগুলিতে। গত এক বছরে বৃষ্টির আবহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক প্রাণ গিয়েছে।
১৪ জুন, ২০২২
হাওড়ায় ত্রিফলা বাতিস্তম্ভে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনীষা সাউ নামের এক তরুণীর মৃত্যু। CESC-র সঙ্গে বৈঠক পুর আধিকারিকদের। বর্ষার সময় বাতিস্তম্ভ বিদ্যুৎ বিচ্ছিন্ন করার ভাবনা।
২৩ সেপ্টেম্বর, ২০২১
রাস্তায় জমা জলে পড়েছিল হাইটেনশন তার। মালদার মোথাবাড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু প্রৌঢ়ের। বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
২৩ সেপ্টেম্বর, ২০২১
উত্তর ২৪ পরগনার আগরপাড়ায়, জমা জলে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সাফাই কর্মীর। টেক্সম্যাকো কারখানার ভিতরে জমা জল সরানোর কাজ করছিলেন সাফাই কর্মী সোনা রায়।
সেই সময়, বিদ্যুৎস্পৃষ্ট হন শালপাতা বাগানের বাসিন্দা বছর পঁয়ত্রিশের ওই যুবক।
২২ সেপ্টেম্বর, ২০২১
দমদমের মতিঝিল বান্ধবনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুই কিশোরীর। স্নেহা বণিক এবং অনুষ্কা নন্দী। বিকেলে টিউশন পড়তে যাচ্ছিল দুই বন্ধু। রাস্তার পাশে ল্যাম্পপোস্টে হাত পড়তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু।
২২ সেপ্টেম্বর, ২০২১
একই দিনে আগরপাড়ায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির। রাত ১০টা নাগাদ বাড়ির বাইরে বেরিয়েছিলেন। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হন দীপক নাথ চৌধুরী।
২২ সেপ্টেম্বর ২০২১
মালদায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু। হবিবপুরের ঋষিপুর এলাকায় নলকূপ থেকে জল আনতে গিয়েছিলেন তুলসী সিংহ। লাইট পোস্টের খোলা তার হাতে লাগায় বিদ্যুৎপৃষ্ট হন ৩৭ বছরের ওই গৃহবধূ।
গত এক বছরেই একাধিক মৃত্যু
১৯ জুন, ২০২১
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হরিদেবপুরের যুবকের। ত্রাণ পৌঁছে দিতে গিয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার দুর্যোগ বিধ্বস্ত এলাকায়। কাজ শেষ হতেই, ফিরছিলেন বাড়ি। স্ত্রীকে ফোনে জানিয়েছিলেন, শিগগির ফিরছেন। আচমকা বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে, বছর ছত্রিশের বাইকচালকের উপর। ঘটনায় শোকজ করা হয় রাজ্য বিদ্যুত্ পর্ষদের তিন কর্মীকে।
১৮ জুন, ২০২১
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাটুলিতে যুবকের মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগে সিইএসসির গাড়ি ভাঙচুর হয়। বৈষ্ণবঘাটা-পাটুলি এলাকায় জমা জলে মাছ ধরতে বের হন এলাকার বাসিন্দা সুজয় মণ্ডল। প্রত্যক্ষদর্শীদের দাবি, জলের মধ্যে পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে ছটফট করতে করতে মারা যান বছর আঠারোর ওই তরুণ।
১৩ মে, ২০২১
হাওড়ার শিবপুরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক কিশোরের। বৃষ্টিতে জলমগ্ন এলাকা, পুরসভার কাজ চলার সময় দুর্ঘটনা। বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে হাওড়ার শিবপুরের বিভিন্ন এলাকা। নিকাশি নালার কাজ করছিলেন পুরকর্মীরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুরকর্মীদের ঘিরে রাখা জায়গা দিয়ে জমা জল পেরিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই কিশোর।
১২ মে, ২০২১
রাজভবনের সামনে জমা জলে বিদ্যুতের খোলা তার। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু তরুণ ইঞ্জিনিয়ারের। মৃত ঋষভ মণ্ডল নামে মুর্শিদাবাদের ফরাক্কার বাসিন্দা। মোটর সাইকেলে চেপে আসছিলেন তিনি। তখনই বিপত্তি ঘটে। মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন ঋষভ। জমা জলে উপুড় হয়ে পড়ে থাকা তাঁর দেহ চোখে পড়ে।