বানভাসি ঘাটালের বন্যা সমস্যার সমাধান কি এবার হতে চলেছে?

বানভাসি ঘাটালের বন্যা সমস্যার সমাধান কি এবার হতে চলেছে?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বানভাসি ঘাটালের বন্যা সমস্যার সমাধান কি এবার হতে চলেছে?? স্বাধীনতার পরে এতগুলো বছর কাটলেও এখনো পর্যন্ত ঘাটালের বন্যা সমস্যার সমাধান তো হয়ইনি বরং রাজনৈতিক চাপানউতোর দিনের পর দিন বেড়ে চলেছে। সমস্যা সমাধানের পরিবর্তে ভোটের প্রচার হয়ে দাঁড়িয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান।

 

শেষ পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রীয় সরকারের ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স কমিটির ছাড়পত্র পেল।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ন চন্দ্র নায়ক ও দেবাশীষ মাইতি বলেন, অবিলম্বে কেন্দ্র ও রাজ্য সরকারকে দ্রুত অর্থ মঞ্জুর করে প্রয়োজনীয় টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করতে হবে। নারায়ন বাবু এই বিষয়ে ২০২১ সালে বন্যার পরে মুখ্যমন্ত্রীর ঘাটালে বন্যা পরিদর্শনের কথা বলেন।

আরও পড়ুন – দীর্ঘ গ্রীষ্মের ছুটির পর খুলছে স্কুল, জারি একাধিক স্বাস্থ্যবিধি

উল্লেখ্য, দুই মেদিনীপুর জেলার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণে তৈরি হওয়া ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ ২০১৫ সালে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের টেকনিক্যাল কমিটি’র ছাড়পত্র পায়। তারপর কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েন এবং গড়ি মসির জন্য প্ল্যানটি দীর্ঘদিন ধামাচাপা ছিল।  ২০২১ সালে বিধ্বংসী বন্যার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাটাল এর বন্যাপরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী র নির্দেশে রাজ্য সরকারের সেচ মন্ত্রীর নেতৃত্বে, প্রতিনিধিদল দিল্লিতে অর্থ বরাদ্দের দাবি জানিয়ে দরবার করে।

 

এর পরে কেন্দ্রীয় সরকার ফ্ল্যাড ম্যানেজমেন্ট এন্ড বর্ডার এরিয়া প্রোগ্রামে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয় রাজ্য সরকারকে। এরপর রাজ্য, কেন্দ্রের এই প্রস্তাবে সম্মতি দেয়।। নিয়ম মত ১২৩৮ কোটি ৯৫ লক্ষ টাকার এই প্রকল্পে কেন্দ্র খরচ করবে ৬০ শতাংশ ও রাজ্য ৪০ শতাংশ। সেচ দপ্তর সূত্রে জানা গেছে, ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স কমিটির ছাড়পত্র পাওয়ার পরই কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক অর্থ বরাদ্দ করলে, প্রকল্প রূপায়নের দিকে এগোবে। বানভাসি ঘাটালের

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top