আগামী 48ঘন্টায় উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা।
সিনোপসিস
অতিভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে প্রবল বৃষ্টি। বুধবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় বৃষ্টি বাড়বে। উইকেন্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গে
আগামী 48ঘন্টায় উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি উত্তর ও দক্ষিণ দিনাজপুর কালিম্পং এবং কোচবিহার জেলাতে। দার্জিলিং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সর্তকতা। আলিপুরদুয়ার কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে।
আরও পড়ুন – তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে দুর্নীতি,বিক্ষোভে সামিল বাম
দক্ষিণবঙ্গ
আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে এমনটাই অনুমান আবহাওয়াবিদদের।
কলকাতা
আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বাড়বে।
উল্লেখ্য, আজকের আবহাওয়া। সিনোপসিস অতিভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে প্রবল বৃষ্টি। বুধবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় বৃষ্টি বাড়বে। উইকেন্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে আগামী 48ঘন্টায় উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে।
ভারী থেকে অতি ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি উত্তর ও দক্ষিণ দিনাজপুর কালিম্পং এবং কোচবিহার জেলাতে। দার্জিলিং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সর্তকতা। আলিপুরদুয়ার কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে।