অতিবর্ষণে ক্রমশই অবস্থার অবনতি হচ্ছে জলপাইগুড়ির,উদ্ধারকার্যে নামানো হলো স্পিড বোট। মঙ্গলবার সকাল থেকে চলা অবিরাম বৃষ্টিতে ইতিমধ্যে জলপাইগুড়ি পৌরসভার সব কয়টি ওয়ার্ড ই কম বেশি জ্বলমগ্ন হয়ে পরেছে, তার মধ্যে সব থেকে খারাপ পরিস্থিতি ২৫ নম্বর ওয়ার্ডের নিজ মাঠ, পরেশ মিত্র কলোনির, ইতিমধ্যে পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের তদারকিতে উদ্ধার কার্য শুরু করেছে সিভিল ডিফেন্স এবং পৌরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট বাহিনী।
স্পিড বোট নামিয়ে জলে ডুবে যাওয়া ঘরবাড়ি থেকে মানুষদের উদ্ধার করার কাজ চলছে, এদিকে লাগাতার বৃষ্টিতে উদ্ধার কার্যে বাধা আসছে অনেকটাই। উল্লেখ্য জলপাইগুড়ি পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের এই এলাকার পাস দিয়ে বয়ে চলেছে জলে ভরা করলা নদী, দুপুরের পরে নদীর জল উপচে এলাকায় বসবাসকারীদে ঘরে ঢুকে পরে, এরপর খবর পেয়েই দ্রুত উদ্ধারকার্য শুরু করেছে পৌরসভা।
আরও পড়ুন – তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে দুর্নীতি,বিক্ষোভে সামিল বাম
উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকে চলা অবিরাম বৃষ্টিতে ইতিমধ্যে জলপাইগুড়ি পৌরসভার সব কয়টি ওয়ার্ড ই কম বেশি জ্বলমগ্ন হয়ে পরেছে, তার মধ্যে সব থেকে খারাপ পরিস্থিতি ২৫ নম্বর ওয়ার্ডের নিজ মাঠ, পরেশ মিত্র কলোনির, ইতিমধ্যে পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের তদারকিতে উদ্ধার কার্য শুরু করেছে সিভিল ডিফেন্স এবং পৌরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট বাহিনী।
স্পিড বোট নামিয়ে জলে ডুবে যাওয়া ঘরবাড়ি থেকে মানুষদের উদ্ধার করার কাজ চলছে, এদিকে লাগাতার বৃষ্টিতে উদ্ধার কার্যে বাধা আসছে অনেকটাই। উল্লেখ্য জলপাইগুড়ি পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের এই এলাকার পাস দিয়ে বয়ে চলেছে জলে ভরা করলা নদী, দুপুরের পরে নদীর জল উপচে এলাকায় বসবাসকারীদে ঘরে ঢুকে পরে, এরপর খবর পেয়েই দ্রুত উদ্ধারকার্য শুরু করেছে পৌরসভা। অতিবর্ষণে