দার্জিলিং এল জি এন এল এফ নেতার বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ ঘটনা সাতজনকে দোষী সাব্যস্ত করলো আদালত

দার্জিলিং এল জি এন এল এফ নেতার বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ ঘটনা সাতজনকে দোষী সাব্যস্ত করলো আদালত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দার্জিলিং এল জি এন এল এফ নেতার বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ ঘটনা সাতজনকে দোষী সাব্যস্ত করলো বিধান নগর এমপি এমএলএ স্পেশাল কোর্টের বিচারপতি 2008 সালের দার্জিলিংয়ের জিএন এল এফ নেতা মৌরিস কালিকৌটের বাড়ি ভাঙচুর দোকানপাট লুডো গাড়িতে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছিল গোর্খা জনমুক্তি মোর্চার নেতা হরকা বাহাদুর ছেত্রী সহ 24 জনের বিরুদ্ধে এই মামলায় নাম জড়িয়েছিল বিমল গুরুংয়ের যদিও পরবর্তীকালে সরকার তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেয় ।

 

তাই 23 জনের বিরুদ্ধে মামলাটি চলছিল আজ বিধান নগর এমপি এমএলএ স্পেশাল কোর্টে এর বিচারপতি মনোজ্যোতি ভট্টাচার্য 7 জনকে দোষী সাব্যস্ত করল যদিও তথ্য প্রমাণের অভাবে খালাস পেয়ে গেলেন কালিম্পং এর প্রাক্তন বিধায়ক হরকা বাহাদুর ছেত্রীসহ ১৬ জন এই মামলায় সাতজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন মহিলা অভিযুক্ত দোষীদের নাম হল মিনা মথে, প্রভাত তামাং, পূজা রায় ,অম্বরধজ, স্যামুয়েল গুরঙ্গ, স্বপ্না ছেত্রী, জেসমিন প্রধান অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি148,149,427,436 এরমধ্যে 406 ধারা 10 বছর পর্যন্ত অভিযুক্তদের সাজা হতে পারে অভিযোগ দায়ের করেছিলেন ডিএনএ এল এফ নেতা মৌরিস কোলিকোটের স্ত্রী আগামীকাল দোষীদের সাজা ঘোষণা করবেন বিচারক।

আরও পড়ুন – সুস্থ জেল্লাদার ত্বক পেতে সকালে ঘুম থেকে উঠে মেনে চলুন এই ছ’টি নিয়ম

উল্লেখ্য, দার্জিলিং এল জি এন এল এফ নেতার বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ ঘটনা সাতজনকে দোষী সাব্যস্ত করলো বিধান নগর এমপি এমএলএ স্পেশাল কোর্টের বিচারপতি 2008 সালের দার্জিলিংয়ের জিএন এল এফ নেতা মৌরিস কালিকৌটের বাড়ি ভাঙচুর দোকানপাট লুডো গাড়িতে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছিল গোর্খা জনমুক্তি মোর্চার নেতা হরকা বাহাদুর ছেত্রী সহ 24 জনের বিরুদ্ধে এই মামলায় নাম জড়িয়েছিল বিমল গুরুংয়ের যদিও পরবর্তীকালে সরকার তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেয়।

 

তাই 23 জনের বিরুদ্ধে মামলাটি চলছিল আজ বিধান নগর এমপি এমএলএ স্পেশাল কোর্টে এর বিচারপতি মনোজ্যোতি ভট্টাচার্য 7 জনকে দোষী সাব্যস্ত করল যদিও তথ্য প্রমাণের অভাবে খালাস পেয়ে গেলেন কালিম্পং এর প্রাক্তন বিধায়ক হরকা বাহাদুর ছেত্রীসহ ১৬ জন এই মামলায় সাতজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন মহিলা অভিযুক্ত দোষীদের নাম হল মিনা মথে, প্রভাত তামাং, পূজা রায় ,অম্বরধজ, স্যামুয়েল গুরঙ্গ, স্বপ্না ছেত্রী, জেসমিন প্রধান অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি148,149,427,436 এরমধ্যে 406 ধারা 10 বছর পর্যন্ত অভিযুক্তদের সাজা হতে পারে অভিযোগ দায়ের করেছিলেন ডিএনএ এল এফ নেতা মৌরিস কোলিকোটের স্ত্রী আগামীকাল দোষীদের সাজা ঘোষণা করবেন বিচারক

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top