দ্রুত গতিতে লরি চালানোর প্রতিবাদ করায় এক যুবককে মারধর। সেই ঘটনার মিমাংশায় গ্রামে বসে সালিশি সভা । সেই সভার মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা বৃদ্ধকে। আহত বৃদ্ধ মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার আন্তর্জাতিক স্থলবন্দর মহুদিপুরের বেঁকি এলাকায়।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে।আহতর নাম নিরঞ্জন মন্ডল(৭০)। তার ছেলে জানায় এদিন বিকেলে তার দাদা রাজ কুমার মন্ডল মালদা মহুদিপুর এলাকা দিয়ে জমি থেকে ফিরছিল। সেই সময় ওই এলাকার মাফিয়া প্রসন ঘোষের লরি দ্রুত গতিতে যাওয়ার সময় ধাক্কামারে। এই নিয়ে চালক ও রাজকুমারের মধ্যে বচসা শুরু হয়। এরপর তাদেরকে প্রসন জানায় সালিশির মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। সেই মত সালিশী সভা বসে। সেই সভার মধ্যে হঠাৎ মারমুখী হয়ে ওঠে প্রসন ঘোষ ও তার দলবল। অভিযোগ সেই সময় সভায় উপস্থিত নিরঞ্জন মন্ডলকে ইঁট,লাঠি,রড ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে। সভায় উপস্থিত অন্যান্যরা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। আহত নিরঞ্জনকে তড়িঘরি উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। আহতর পরিবারের পক্ষ থেকে প্রসন ঘোষ সহ চারজনের নামে থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।