স্কুলের ক্রিকেট আকাডেমি উদ্বোধনে ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। বৃহস্পতিবার শিলিগুড়ি চম্পাসারি কলাবাড়ি এলাকায় একটি বেসরকারি স্কুলে ছাত্রদের জন্য ক্রিকেট একাডেমির উদ্বোধন হল। ভারতীয় ক্রিকেট দলের খেলোয়ার ঋদ্ধিমান সাহা এবং তার কোচ জয়ন্ত ভৌমিকের হাত ধরে এই ক্রিকেট আকাডেমির উদ্বোধন হয়।
ঋদ্ধিমান সাহা কে দেখার জন্য স্কুলের কচিকাঁচা ছাত্রছাত্রীদের উৎসাহ ছিলো চোখে পড়ার মত। আগামী দিনে স্কুলের ক্রিকেট আকাডেমি থেকে যাতে বেঙ্গল লেভেলের আন্ডার ১৪ এবং আন্ডার ১৬ এর খোলোয়ার উঠে আসে । ঋদ্ধিমান সাহা জানান, আমিও স্কুল লেভেল থেকে ক্রিকেট খেলে উঠে এসেছি।শহরের বিভিন্ন স্কুলে ক্রিকেটকে নিয়ে ভাবনা চিন্তা শুরু হওয়াতে পড়ুয়ারা আরো ভালো করে ক্রিকেট খেলাটা শেখার জন্য সুযোগ পাবে।এর ফলে আমাদের সামনে প্রতিভাগুলো ফুটে উঠবে।
আরও পড়ুন – রানাঘাটে ‘মন কি বাত’ এ উপস্থিত হয়ে শাসক দলকে নিশানা দিলীপের
উল্লেখ্য, বৃহস্পতিবার শিলিগুড়ি চম্পাসারি কলাবাড়ি এলাকায় একটি বেসরকারি স্কুলে ছাত্রদের জন্য ক্রিকেট একাডেমির উদ্বোধন হল। ভারতীয় ক্রিকেট দলের খেলোয়ার ঋদ্ধিমান সাহা এবং তার কোচ জয়ন্ত ভৌমিকের হাত ধরে এই ক্রিকেট আকাডেমির উদ্বোধন হয়। ঋদ্ধিমান সাহা কে দেখার জন্য স্কুলের কচিকাঁচা ছাত্রছাত্রীদের উৎসাহ ছিলো চোখে পড়ার মত।
আগামী দিনে স্কুলের ক্রিকেট আকাডেমি থেকে যাতে বেঙ্গল লেভেলের আন্ডার ১৪ এবং আন্ডার ১৬ এর খোলোয়ার উঠে আসে । ঋদ্ধিমান সাহা জানান, আমিও স্কুল লেভেল থেকে ক্রিকেট খেলে উঠে এসেছি।শহরের বিভিন্ন স্কুলে ক্রিকেটকে নিয়ে ভাবনা চিন্তা শুরু হওয়াতে পড়ুয়ারা আরো ভালো করে ক্রিকেট খেলাটা শেখার জন্য সুযোগ পাবে।এর ফলে আমাদের সামনে প্রতিভাগুলো ফুটে উঠবে । ক্রিকেটার ঋদ্ধিমান