দেশজুড়ে শ্রদ্ধার সাথে পালন করা হল হুল দিবস । আজ ৩০ জুন পবিত্র হুল দিবস। বীর শহিদ সিধু ও কানু র আত্মবলিদান দিবস। ব্রিটিশ শক্তির বিরুদ্ধে আন্দোলনে প্রতিবাদে গর্জে ওঠার দিন ৩০ শে জুন। দেশজুড়ে শ্রদ্ধার সাথে হুল দিবস পালন করা হচ্ছে। মহুলবন সামাজিক ও সাংস্কৃতিক সংস্হার পক্ষ থেকে আড়ষা ব্লকের প্রত্যন্ত গজাবুরু পাহাড়ের কোলে অবস্হিত আদিবাসী সম্প্রদায় ভুক্ত ফুসরাটাঁড় গ্রামে হুল দিবস পালন করা হলো।
পক্ষ থেকে সম্পাদক নরেন্দ্রনাথ সেনগুপ্ত জানান এদিন গ্রামের কচিকাচাদের হাতে শিক্ষার সামগ্রী খাতা কলম পেন ফাইল ও চাষিভাইদের ঘঙ তুলে দেওয়া হয় এবং মাধ্যমিক ২০২২ উত্তীর্ণ এলাকার কিছু কৃতী ছাত্র ছাত্রী দের হাতে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি রুপে আড়ষা পঞ্চায়েত সমিতির মাননীয়া সভাপতি পানমনি মাঝি সহ বিশিষ্টজনেরা।
আরও পড়ুন – শুভেন্দু অধিকারীর কনভয়ে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য প্রানে রক্ষা পেলেন শুভেন্দু
উল্লেখ্য, আজ ৩০ জুন পবিত্র হুল দিবস। বীর শহিদ সিধু ও কানু র আত্মবলিদান দিবস। ব্রিটিশ শক্তির বিরুদ্ধে আন্দোলনে প্রতিবাদে গর্জে ওঠার দিন ৩০ শে জুন। দেশজুড়ে শ্রদ্ধার সাথে হুল দিবস পালন করা হচ্ছে। মহুলবন সামাজিক ও সাংস্কৃতিক সংস্হার পক্ষ থেকে আড়ষা ব্লকের প্রত্যন্ত গজাবুরু পাহাড়ের কোলে অবস্হিত আদিবাসী সম্প্রদায় ভুক্ত ফুসরাটাঁড় গ্রামে হুল দিবস পালন করা হলো।
সংস্হার পক্ষ থেকে সম্পাদক নরেন্দ্রনাথ সেনগুপ্ত জানান এদিন গ্রামের কচিকাচাদের হাতে শিক্ষার সামগ্রী খাতা কলম পেন ফাইল ও চাষিভাইদের ঘঙ তুলে দেওয়া হয় এবং মাধ্যমিক ২০২২ উত্তীর্ণ এলাকার কিছু কৃতী ছাত্র ছাত্রী দের হাতে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি রুপে আড়ষা পঞ্চায়েত সমিতির মাননীয়া সভাপতি পানমনি মাঝি সহ বিশিষ্টজনেরা।