গ্রেজেটেট অফিসারের স্ট্যাম্প ও সই জাল করে আধার কার্ড তৈরী করার অভিযোগে গ্রেফতার তিন পান্ডা। টাকার বিনিময়ে আধার কার্ড তৈরীর ক্ষেত্রে ফর্ম এ গ্রেজেটেট অফিসারের জাল স্ট্যাম্প ও সই নিজেরাই করে আধার কার্ড তৈরী করে দিতে সাহায্যে করার অভিযোগে তিন পান্ডা গ্রেফতার। গ্রেফতার করলো ইলেকট্রনিক্স থানার পুলিশ। সেক্টর ফাইভ আধার কার্ড অফিস এর সামনে থেকে গ্রেফতার।
পুলিশ সূত্রে খবর,বেশ কিছুদিন ধরে পুলিশের কাছে খবর আসছিলো যে সল্টলেক সেক্টর ফাইভের ASYST পার্ক বিল্ডিং এ আধার কার্ড অফিসের বাইরে বসে এই তিন প্রতারক টাকার বিনিময়েপ্রতারণা করতো। সেই খবরের ভিত্তিতে বিধান নগর গোয়েন্দা শাখা ও ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে তিন প্রতারককে অফিসের বাইরে চায়ের দোকান থেকে গ্রেফতার করে।
আরও পড়ুন – কাঁথি পুরসভা ডেপুটেশন দিতে এসে কাউন্সিলরের হাতে শ্লীলতাহানি শিকার এক মহিলা
তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে তারা মূলত যে সকল মানুষ আধার সংক্রান্ত সমস্যার জন্য এখানে আসে কিন্তু ডকুমেন্ট কিছু ভুল ভ্রান্তি বা ছবি স্পষ্ট নয় তাঁদের একটি ফর্ম দেওয়া হয়। সেই ফর্ম ফিলাপ করে কোনো গ্রেজেটেট অফিসার এর সই করাতে হয়। কিন্তু এই প্রতারকরা তাঁদের সাথে যোগাযোগ করে তাঁদের ফর্ম এ ফেক গ্রেজেটেট অফিসারের স্ট্যাম্প ও সই করে দিতো।
যার ফলে তাঁদের আধারকার্ড হয়ে যেত। এবং তার বিনিময়ে টাকা নেওয়া হতো। ধৃতদের কাছ থেকে প্রচুর ফেক স্ট্যাম্প মারা ফর্ম ও আধার কার্ড, স্ট্যাম উদ্ধার হয়েছে। এদের সাথে ভিতরের কেউ জড়িত আছে কিনা খোঁজ নিচ্ছে পুলিশ। আজ ধৃতদের বিধান নগর কোর্টে তোলা হবে। ধৃত তিনজনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।