করোনাকালীন পরিস্থিতি কাটিয়ে দু বছর পর শিলিগুড়ির বিধান মার্কেটের রথ বার হল রাস্তায়। দু বছর পর সারা দেশের পাশাপাশি শিলিগুড়ির বিধান মার্কেটের রথ বার হচ্ছে রাস্তায়। তার আগেই চলছে বিধান মার্কেটের রাধা গোবিন্দ মন্দিরের রথ সাজানোর কাজ। করোনাকালীন পরিস্থিতি কাটিয়ে দু বছর পর রথ রাস্তায় বার হওয়ায় প্রচুর ভক্তদের সমাগম হবে বলেই ধারণা করছেন রথ কমিটি।
বিপুল পরিমাণ ভক্তসমাগমের জন্য থাকছে প্রসাদেরও ব্যাবস্থা, মন্দির প্রাঙ্গণেই কম পক্ষে দু হাজার ভক্তদের জন্য তৈরি করা হচ্ছে খিচুড়ি, লাবড়া ও পায়েস। এদিন বিধান মার্কেট রথ যাত্রার উদ্বোধন করার কথা শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরভ শর্মার। সকাল থেকেই বিধান মার্কেটের রথ দেখতে রাধা গোবিন্দ ও জগনাথ দেবের দর্শন করতে একে একে ভিড় জমাচ্ছে পূর্নার্থিরা। অন্যদিকে রথ যাত্রার মধ্যে যেনো কোনো রকম সমস্যার সৃষ্টি না হয় সে দিকেই সোজাক দৃষ্টি রয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের।
আরও পড়ুন – কাঁথি পুরসভা ডেপুটেশন দিতে এসে কাউন্সিলরের হাতে শ্লীলতাহানি শিকার এক মহিলা
উল্লেখ্য, দু বছর পর সারা দেশের পাশাপাশি শিলিগুড়ির বিধান মার্কেটের রথ বার হচ্ছে রাস্তায়। তার আগেই চলছে বিধান মার্কেটের রাধা গোবিন্দ মন্দিরের রথ সাজানোর কাজ। করোনাকালীন পরিস্থিতি কাটিয়ে দু বছর পর রথ রাস্তায় বার হওয়ায় প্রচুর ভক্তদের সমাগম হবে বলেই ধারণা করছেন রথ কমিটি।
বিপুল পরিমাণ ভক্তসমাগমের জন্য থাকছে প্রসাদেরও ব্যাবস্থা, মন্দির প্রাঙ্গণেই কম পক্ষে দু হাজার ভক্তদের জন্য তৈরি করা হচ্ছে খিচুড়ি, লাবড়া ও পায়েস। এদিন বিধান মার্কেট রথ যাত্রার উদ্বোধন করার কথা শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরভ শর্মার। সকাল থেকেই বিধান মার্কেটের রথ দেখতে রাধা গোবিন্দ ও জগনাথ দেবের দর্শন করতে একে একে ভিড় জমাচ্ছে পূর্নার্থিরা। অন্যদিকে রথ যাত্রার মধ্যে যেনো কোনো রকম সমস্যার সৃষ্টি না হয় সে দিকেই সোজাক দৃষ্টি রয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের।