পাত্রের জন্য বিয়ে ভেঙে দিলো পাত্রী, বিপাকে পরিবার

পাত্রের জন্য বিয়ে ভেঙে দিলো পাত্রী, বিপাকে পরিবার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পাত্রের জন্য বিয়ে ভেঙে দিলো পাত্রী, বিপাকে পরিবার। বিয়ের আগে দিন পাত্রীর বাড়িতে এসে ভাঙচুর সহ মারধর করল পাত্র, বিয়ে করবেন না বলে বেঁকে বসলেন পাত্রী। পাত্রীর সাফ কথা, বিয়ের আগেই যদি এরকম চরিত্রের হয় তাহলে বিয়ের পর কি রকম চরিত্রের হতে পারে। তাই বিয়ের আমন্ত্রণ সহ পেন্ডেল তৈরি করার পরেও বিয়ে বন্ধ করল পাত্রী। রবিবার এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ি ব্লকের মরিচবাড়ি এলাকায়। অবশ্য অনেকেই পাত্রীর এই সিন্ধান্তকে সাধুবাদ জানিয়েছে।

 

জানা গেছে ময়নাগুড়ির বার্নিশ গ্রাম পঞ্চায়েতের মরিচবাড়ি এলাকার ১৬/১০২ নং বুথের এক দ্বিতীয় বর্ষের ছাত্রীর সাথে ময়নাগুড়ির পলতাপাড়ার এক যুবকের বিয়ে ঠিক হয়। সেই মতো রবিবার তাদের বিয়ে উপলক্ষে বাড়িতে তোড়জোড় শুরু হয়। আসতে শুরু করেছে আত্মীয় স্বজনরা। ধারদেনা করে ইতিমধ্যেই পাত্রীর বাবা পেন্ডেল সহ ক্যাটারিং এবং বিয়ের মন্ডপ তৈরি করেছেন। আর মেয়ের বিয়ে হবে বলে আনন্দে আত্মহারা পাত্রীর পরিবারের লোকজন। কিন্তু ঘটনার সূত্রপাত শনিবার গভীর রাতে। অভিযোগ ঐ সময় পাত্র পাত্রীর বাড়িতে এসে ভাঙচুর চালায় এমনকি বেশ কয়েকজনকে মারধরও করে বলে অভিযোগ।

আরও পড়ুন – মনিপুরের টুপুলে ধ্বস নেমে মৃত বনগাঁর ব্যারাকপুরে সন্তু ব্যানার্জী, কান্নায় ভেঙে পড়ে পরিবার

ঘটনার বেগতিক দেখে খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানার পুলিশকে পুলিশ এসে পাত্রকে শ্রীঘরে নিয়ে যায়। এই অবস্থায় পাত্রীর বাবার দাবি, ধারদেনা এবং মানুষের কাছে হাত পেতে বিয়ের আয়োজন করেছি আমি এর ক্ষতিপূরণ চাই। পাত্রীর আত্মীয়দের দাবি, আনন্দে করতে আসছিলাম কিন্তু হলনা।
এলাকার পঞ্চায়েত সদস্য সবিরুল চন্দ্র রায় বলেন, কালকে পাত্র কন্যার বাড়িতে এসে ভাঙচুর মারধর চালায় তার পর আবর দেওয়া হয় ময়নাগুড়ি পুলিশকে। পুলিশ এসে পাত্রকে নিয়ে যায়। আজকে পাত্রীটা বিয়ে করবে না বলে সিদ্ধান্ত নেন। বিয়ে ভেঙে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top