মেদিনীপুর মেডিক্যাল কলেজে সক্রিয় দালালচক্র,টাকার বিনিময়ে মিলছে স্ট্রেচার!

মেদিনীপুর মেডিক্যাল কলেজে সক্রিয় দালালচক্র,টাকার বিনিময়ে মিলছে স্ট্রেচার!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মেদিনীপুর মেডিক্যাল কলেজে সক্রিয় দালালচক্র,টাকার বিনিময়ে মিলছে স্ট্রেচার! মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্ট্রেচার অমিল। রোগীর পরিজনদের অভিযোগ, হাসপাতালের মধ্যে সক্রিয় দালালচক্র। টাকা দিলেই স্ট্রেচার নিয়ে হাজির হয়ে যাচ্ছে তাঁরা। দালালচক্রের বিষয়টি জানা নেই বলে দাবি হাসপাতালের ওয়ার্ড মাস্টারের। ঘটনা ঘিরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা।

 

হাসপাতালের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে রোগীদের নিয়ে যাওয়ার জন্য অমিল স্ট্রেচার! তাই কখনও কোলে করে, কখনও চ্যাংদোলা করে নিয়ে যেতে হচ্ছে রোগীদের। এই ছবি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের। যেখানে অভিযোগ উঠেছে দালাল-চক্রের। রোগীর পরিজনদের দাবি, ৫০ বা ১০০ টাকা খরচ করলে, তবেই রোগীকে তুলতে স্ট্রেচার সমেত হাজির হয়ে যাচ্ছে দালালরা।

আরও পড়ুন – মনিপুরের টুপুলে ধ্বস নেমে মৃত বনগাঁর ব্যারাকপুরে সন্তু ব্যানার্জী, কান্নায় ভেঙে পড়ে পরিবার

ওই হাসপাতালের এক রোগীর আত্মীয় নিরাপদ মাহাতো জানিয়েছেন, ”আমার রোগীকে হাসপাতালের ওয়ার্ডে নিয়ে যেতে স্ট্রেচার নিতে হয়েছে। দালাল চক্রকে টাকা দিতে হয়েছে। ৫০ টাকা দিতে হয়েছে।”কিন্তু সরকারি হাসপাতালের মধ্যে কীভাবে কাজ করছে এমন দালালচক্র? বিষয়টি জানা নেই বলে দায় এড়িয়েছেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার।

 

সেই মেডিক্যাল কলেজের ওয়ার্ড মাস্টার সঞ্জীব গোস্বামী জানিয়েছেন, ”দালালচক্রের বিষয়ে কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব। বেশ কিছু স্ট্রেচার ভেঙে গেছে। তবে কাজ চালানোর মত স্ট্রেচার রয়েছে। বিভিন্ন রোগীরা ওয়ার্ডে ও অন্যান্য জায়গায় স্ট্রেচার নিয়ে গেলে এমার্জেন্সিতে আর ফেরত পাঠাচ্ছে না।

 

যে কারণে এমার্জেন্সির কাছে স্ট্রেচার পাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে।”মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top