সুন্দরবনের রায়মঙ্গল নদী তে মৎস্যজীবির জালে বিশাল আকারের ভেটকি মাছ

সুন্দরবনের রায়মঙ্গল নদী তে মৎস্যজীবির জালে বিশাল আকারের ভেটকি মাছ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সুন্দরবনের রায়মঙ্গল নদী তে মৎস্যজীবির জালে বিশাল আকারের ভেটকি মাছ। উত্তর 24পরগনার সুন্দরবনের কালিতলা ঝিঙেখালি ফরেস্টের ৱায় মঙ্গল নদীতে মৎস্যজী হরিদাস মৃধা ও তার পিতা বসুদেব মৃধা তারা দিনরাত নদীতে জাল ধরে তাদের রুজি রোজগার করেন। এদিন রাত্রে নদীতে জাল পাতলে গভীর রাত্রে জালের মধ্যে কিছু একটা জোরে জোরে আফালি করছিল ।সেই সংকেত বুঝতে পেরে তখন তারা জাল তুলতে দেখতে পায় বিশালাকার এই ভেটকি মাছ। সেই মাছ নদী থেকে পাড়ে তোলা মাত্রই দেখার জন্য কালিতলা বাজার সংলগ্ন নদীর পাড়ে মানুষের ঢল নেমে আসে।

 

মাছটি লম্বা4হাত চওড়া1 হাত বিশাল আকারএই মাছটি সাথে সাথে ইকো চারচাকা গাডি ভাডা নিয়ে কলকাতার উদ্দেশ্য রওনা দিল সহযোগিতায় ছিল তনময় মৃধা নামে স্থানীয় এক মৎস্য ব্যবসায়ী।বাজারে নিয়ে গিয়ে ওয়েট করা হলে দেখা যায় 19কেজি 620গ্রাম ওয়েট হয়েছে ।যার দাম অ্যাকশনে দাঁড়িয়েছে 1 টাকা থেকে 980টাকা ।  এই মাছটির টোটাল দাম 19.208 টাকা। করনা মহামারী থেকে শুরু করে এখনো পর্যন্ত সে রকম কোনো রুজি-রোজগার ভালো না হওয়ায় আজ এই মাছটি পেয়ে মোটা অংকের টাকা আয় করতে পারলেন বলে জানালেন।

আরও পড়ুন – বাড়িতে বসে নিষিদ্ধ কাফ সিরারের ব্যবসা, ধৃত মহিলা

কিন্তু মাছ ধরতে গেলে মৎস্যজীবীদের প্রাণটাকে হাতের মুঠোয় করে নিয়ে যেতে হয় কারণ সেখানে উভয় সংকটের মধ্যে- জলে কুমির ডাঙ্গায় বাঘ ডাকাত দস্যু দের সাথে লড়াই এবং বিএসএফের বাঁধা কে উপেক্ষা করে ধরতে হয় মাছ। জানালেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে মাছ ধরতে ধরতে তার বয়সটা ৫০ থেকে ৫৩ বছরে এসে দাঁড়িয়ে গেলেও এখনো পর্যন্ত তারা সরকারি কোন পরিচয় পত্র বা কোনো রকম সুযোগ-সুবিধা পাইনি। এখনো পর্যন্ত তীর্থের কাকের মতো আশায় বুক বেঁধে আছেন এমনটাই জানালেন বাসুদেবৃধা। সুন্দরবন থেকে রিপোর্টার প্রদীপ সরকার বিশ্ব বঙ্গ নিউজ। রায়মঙ্গল নদী

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top