রিটেল সপের আড়ালে ৪ কোটি টাকা প্রতারণা, গ্রেফতার এক। মূল অভিযুক্ত চন্দ্র প্রকাশ ধরণী ধরকাকে গ্রেফতার করলো লেক টাউন থানার পুলিশ। প্রায় ৩০টি অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই বিভিন্ন ব্যক্তি লেক টাউন থানার দারস্ত হয়ে অভিযোগ করছিলেন যে লেক টাউন থানার অন্তর্গত ভরাট এলাকার লক্ষ্মী নারায়ণ ভান্ডার নামের একটি হোলসেলার রিটেল মুদিখানার দোকান বিভিন্ন ব্যক্তির থেকে দ্রব্য বিক্রির নামে অগ্রিম টাকা নিয়েছিলেন তবে সেই দ্রব্য ক্রেতাদের দেয়নি।
এছাড়াও এই দোকানের মহাজনের থেকেও ধারে দ্রব্য ক্রয় করলেও সেই টাকা ফেরত দেয়নি অভিযুক্ত বলে লেক টাউন থানায় অভিযোগ জমা পড়ে। তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে বাঙ্গুড় এলাকার বাসিন্দা এই দোকানের কর্ণধার চন্দ্র প্রকাশ ধরণী ধরকা (৬১) প্রায় ৩০জন অভিযোগকরীর থেকে ৪কোটি টাকা তছরুপ করেছে। অবশেষে গতকাল রাতে বাঙ্গুড় এলাকায় হানা দিয়ে মূল অভিযুক্ত চন্দ্র প্রকাশ ধরণী ধরকাকে গ্রেফতার করে পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই ব্যক্তি টাকার মাধ্যমে কি করেছেন এবং এনার সঙ্গে অন্য কোনও ব্যক্তির যোগ রয়েছে কিনা সেটা তদন্ত করে দেখছে লেক টাউন থানার পুলিশ।
আরও পড়ুন – সামাজিক বয়কটের অভিযোগের পর মকরামপুরে সরকারি সুবিধা প্রদানের ক্যাম্প পরিদর্শনে জেলাশাসক
উল্লেখ্য, রিটেল সপের আড়ালে ৪ কোটি টাকা প্রতারণা, গ্রেফতার এক। মূল অভিযুক্ত চন্দ্র প্রকাশ ধরণী ধরকাকে গ্রেফতার করলো লেক টাউন থানার পুলিশ। প্রায় ৩০টি অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই বিভিন্ন ব্যক্তি লেক টাউন থানার দারস্ত হয়ে অভিযোগ করছিলেন যে লেক টাউন থানার অন্তর্গত ভরাট এলাকার লক্ষ্মী নারায়ণ ভান্ডার নামের একটি হোলসেলার রিটেল মুদিখানার দোকান বিভিন্ন ব্যক্তির থেকে দ্রব্য বিক্রির নামে অগ্রিম টাকা নিয়েছিলেন তবে সেই দ্রব্য ক্রেতাদের দেয়নি।
এছাড়াও এই দোকানের মহাজনের থেকেও ধারে দ্রব্য ক্রয় করলেও সেই টাকা ফেরত দেয়নি অভিযুক্ত বলে লেক টাউন থানায় অভিযোগ জমা পড়ে। তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে বাঙ্গুড় এলাকার বাসিন্দা এই দোকানের কর্ণধার চন্দ্র প্রকাশ ধরণী ধরকা (৬১) প্রায় ৩০জন অভিযোগকরীর থেকে ৪কোটি টাকা তছরুপ করেছে। অবশেষে গতকাল রাতে বাঙ্গুড় এলাকায় হানা দিয়ে মূল অভিযুক্ত চন্দ্র প্রকাশ ধরণী ধরকাকে গ্রেফতার করে পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে।