খুনের ঘটনার কিনারা করল রাজারহাট থানার পুলিশ। গ্রেপ্তার হল গাড়াগুড়ির বাসিন্দা আলিয়া বিবি খুনের অভিযুক্ত। ধৃতের নাম নূর মোহাম্মদ মুর্শিদাবাদের বাসিন্দা নিউ টাউন শাপূর্জি সংলগ্ন একটি নির্মীয়মান কমপ্লেক্সের শ্রমিক। ধৃত ব্যক্তিকে আজ বারাসাত আদালতের তোলা হবে।
গত মাসের ২৯ তারিখ বুধবার রাজারহাট থানায় এলাকার গাড়াগুড়ি এলাকায় ফাঁকা মাঠে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় সেই ঘটনায় তদন্ত নামে রাজারহাট থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর
এলাকায় জিজ্ঞাসা করে এক প্রত্যক্ষদর্শীর খোঁজ মেলে পুলিশ সেই ব্যক্তিকে জিজ্ঞাসা বাদ করলে জানতে পারে ঘটনা ঘটার আগের মুহূর্তে এক অচেনা ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে। এরপরই তাকে দিয়ে একটি স্কেচ করানো হয়। সেই স্কেচ ধরে বিভিন্ন জায়গায় খোঁজ চালানোর পর পুলিশ এক ব্যক্তির সন্ধান পায়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় যে ধর্ষণের উদ্দেশ্য নিয়েই ওই ঘটনাস্থলে গিয়েছিল। আলিয়া বিবি নামে ওই মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করে ধৃত ব্যক্তি নূর মোহাম্মদ এবং সেই মহিলা চিৎকার চেঁচামেচি করাতে তাকে ভারী জিনিস দিয়ে মাথায় আঘাত করে যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে ওই মহিলার। ধৃত নূর মোহাম্মদ কে আজ বারাসাত আদালতে তোলা হবে এবং পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন – সামাজিক বয়কটের অভিযোগের পর মকরামপুরে সরকারি সুবিধা প্রদানের ক্যাম্প পরিদর্শনে জেলাশাসক
উল্লেখ্য, খুনের ঘটনার কিনারা করল রাজারহাট থানার পুলিশ। গ্রেপ্তার হল গাড়াগুড়ির বাসিন্দা আলিয়া বিবি খুনের অভিযুক্ত। ধৃতের নাম নূর মোহাম্মদ মুর্শিদাবাদের বাসিন্দা নিউ টাউন শাপূর্জি সংলগ্ন একটি নির্মীয়মান কমপ্লেক্সের শ্রমিক। ধৃত ব্যক্তিকে আজ বারাসাত আদালতের তোলা হবে। গত মাসের ২৯ তারিখ বুধবার রাজারহাট থানায় এলাকার গাড়াগুড়ি এলাকায় ফাঁকা মাঠে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় সেই ঘটনায় তদন্ত নামে রাজারহাট থানার পুলিশ।