অবশেষে স্বস্তির নিঃশ্বাস, দীর্ঘদিন যাবৎ চাকরি জীবন থেকে বঞ্চিত ববিতার স্বপ্ন পূরণ । অবশেষে জয়। স্বস্তির নিঃশ্বাস, দীর্ঘদিন যাবৎ চাকরি জীবন থেকে বঞ্চিত হয়ে ছিলেন, কোচবিহারের মেখলি গঞ্জের ববিতা সরকার। মেধা তালিকায় নাম থাকলেও পরবর্তীতে হাড়িয়ে যায় সেই নাম। সেখানে জায়গা পায় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ কন্যা অংকিতা অধিকারীর। দীর্ঘ দিন তিনি শিক্ষিকার কাজ করেন। পরবর্তীতে মেধা তালিকা থেকে নাম বাদ পড়ে ববিতা সরকারের।
এর পরই তিনি আইনের দারস্থ হন। অবশেষে ভাগ্যের সিকে ছেড়ে ববিতা সরকারের এস এস সি নিয়োগ দুর্নীতি মামলায় রায় থাকে ববিতা সরকারের দিকে। চাকরি যায় পরেশ কন্যার। সেই জায়গায় নতুন নিয়োগ পান ববিতা সরকার। সোমবার সেই ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে যোগ দিলেন তিনি। ববিতা সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, অবশেষে জয় হল। দীর্ঘ দিন যাবত বিভিন্ন আন্দোলনে সামিল ছিলাম। আইনের উপর আস্থা ছিল। অবশেষে যোগদান করলাম।
আরও পড়ুন – উত্তরের ফিল্মসিটি নিয়ে আশার ইঙ্গিত মিমি চক্রবর্তীর
উল্লেখ্য, অবশেষে স্বস্তির নিঃশ্বাস, দীর্ঘদিন যাবৎ চাকরি জীবন থেকে বঞ্চিত ববিতার স্বপ্ন পূরণ । অবশেষে জয়। স্বস্তির নিঃশ্বাস, দীর্ঘদিন যাবৎ চাকরি জীবন থেকে বঞ্চিত হয়ে ছিলেন, কোচবিহারের মেখলি গঞ্জের ববিতা সরকার। মেধা তালিকায় নাম থাকলেও পরবর্তীতে হাড়িয়ে যায় সেই নাম। সেখানে জায়গা পায় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ কন্যা অংকিতা অধিকারীর। দীর্ঘ দিন তিনি শিক্ষিকার কাজ করেন। পরবর্তীতে মেধা তালিকা থেকে নাম বাদ পড়ে ববিতা সরকারের।
এর পরই তিনি আইনের দারস্থ হন। অবশেষে ভাগ্যের সিকে ছেড়ে ববিতা সরকারের এস এস সি নিয়োগ দুর্নীতি মামলায় রায় থাকে ববিতা সরকারের দিকে। চাকরি যায় পরেশ কন্যার। সেই জায়গায় নতুন নিয়োগ পান ববিতা সরকার। সোমবার সেই ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে যোগ দিলেন তিনি। ববিতা সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, অবশেষে জয় হল। দীর্ঘ দিন যাবত বিভিন্ন আন্দোলনে সামিল ছিলাম। আইনের উপর আস্থা ছিল। অবশেষে যোগদান করলাম।