রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়র ওয়েবসাইট বিভ্রাট, দিনভর বিভ্রান্ত পড়ুয়ারা

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়র ওয়েবসাইট বিভ্রাট, দিনভর বিভ্রান্ত পড়ুয়ারা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়র ওয়েবসাইট বিভ্রাট, দিনভর বিভ্রান্ত পড়ুয়ারা। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগের চতুর্থ সেমিষ্টারের ভর্তির শেষ দিন ছিল মঙ্গলবার। কিন্তু এদিন সকাল থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিভ্রাট ধরা পড়ে। ফলে ভর্তি হতে না পেরে বিভ্রান্তি ছড়ায় পড়ুয়াদের মধ্যে। দূরদূরান্তের পড়ুয়ারা পড়িমরি করে ছুটতে ছুটতে আসে বিশ্ববিদ্যালয়ে। স্নাতকোত্তর জীববিদ্যা বিভাগের ৪র্থ সেমিষ্টারের ছাত্র মিনহাজ আহমেদ বলে, আজ ভর্তির শেষ দিন।কিন্তু সকাল থেকে ওয়েবসাইট ব্লকড্। কিছুতেই ভর্তি হতে পারছি না। হেল্প ডেস্ক ফোন ধরছে না, ফলে উদভ্রান্তের মতো বিশ্ববিদ্যালয়ে ছুটে এসেছি সবাই। এখন কি হবে, কে জানে।

 

আরেক পড়ুয়া প্রদীপ্ত ঘোষ এদিন সন্ধ্যে ৬টা পর্যন্ত ভর্তি হওয়ার আশায় ৫ হাজার ৮০০ টাকা নিয়ে বসে ছিল। তার কথায়, হাফ ফি হল, নাকি মোট ফি’র ৩০ শতাংশ দিতে হবে, কিছুই বুঝতে না পেরে ক্লান্ত হয়ে গেছি। সামনেই পরীক্ষা, অথচ সারাটা দিন এভাবেই কেটে গেল। বারংবার এমন সমস্যায় পড়তে হচ্ছে কেন, বুঝতে পারছি না। গণিত, জীববিদ্যা সহ একাধিক বিভাগের পড়ুয়ারা শেষ তারিখে ভর্তি ফি জমা করতে না পেরে বিভ্রান্ত হয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের হেল্প ডেস্ক ফোন না ধরায়, আরও বিভ্রান্তি ছড়ায় পড়ুয়াদের মধ্যে।

আরও পড়ুন – উত্তরের ফিল্মসিটি নিয়ে আশার ইঙ্গিত মিমি চক্রবর্তীর

যদিও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডঃ দুর্লভ সরকার বলেন, মঙ্গলবার সকালে হঠাৎ করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সহ আরও ৬টি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিভ্রাট হয়। ফলে বন্ধ হয়ে যায় ভর্তি সহ সমস্ত প্রক্রিয়া। তবে ৪ঘন্টার বিভ্রাট কাটিয়ে খুব শিগগিরই দুপুর পৌনে ১২টা নাগাদ ওয়েবসাইট কাজ করা শুরু করে। ভর্তির শেষ তারিখ পিছিয়ে ১০ই জুলাই অবধি করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top