মালদা বার অ্যাসোসিয়েশনে ভোটের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন মালদা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী

মালদা বার অ্যাসোসিয়েশনে ভোটের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন মালদা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মালদা বার অ্যাসোসিয়েশনে ভোটের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন মালদা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী। গত দু’বছর ধরে হয়নি মালদা বার অ্যাসোসিয়েশনের ভোট। আইনজীবীদের একাংশ বারবার ভোটের জন্য আবেদন জানালেও ভোট করানো হয়নি বলে অভিযোগ। তাই এবারে মালদা বার অ্যাসোসিয়েশনে ভোটের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন মালদা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী তথা বিজেপি নেতা সঞ্জয় শর্মা।

 

তৃণমূল নেতা ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী নিজের প্রভাব খাটিয়ে মালদা বার অ্যাসোসিয়েশনের ভোট হতে দিচ্ছেন না বলে অভিযোগ সঞ্জয় শর্মার। নিজের ভাইকে সেক্রেটারি পদে বহাল রাখতে এটা কৃষ্ণেন্দু চৌধুরীর চক্রান্ত বলে তার অভিযোগ। যদিও নিজের বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছেন কৃষ্ণেন্দু চৌধুরী। তার দাবি উনি মানুষের সাথে যে ব্যবহার করেছেন তার ফল পৌরসভা নির্বাচনে পেয়েছেন। মানুষ উনাকে হারিয়ে দিয়েছে।

আরও পড়ুন – এই দুর্গে রাত কাটালেই মৃত্যু নিশ্চিত, জানেন কোথায় আছে এই দুর্গ, কি তার রহস্য

প্রাক্তন সেক্রেটারি বারের টাকার কোন হিসেব দিতে পারেননি সেই কারণে ভোট হয়নি। কৃষ্ণেন্দু চৌধুরী সুরে সুর মিলিয়েছেন মালদা বার অ্যাসোসিয়েশনের বর্তমান সেক্রেটারি শুভেন্দু নারায়ন চৌধুরী। বারের জন্য আমি উল্লেখযোগ্য কাজ করেছি তাই বিরোধীদের গাত্রদাহ হচ্ছে। আর্থ তছরুপ হয়েছিল সেই কারণে বর্তমান কমিটি আমাকে কন্টিনিউ করেছে। এই বিষয়ে মালদা বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক দেব কিশোর মজুমদার বলেন, আমার বিরুদ্ধে অর্থ তচরূপের অভিযোগ থাকলে এফআইআর করতে হতো। তা উনারা করেননি। সমস্ত অভিযোগ ভিত্তিহীন। আমার বিরুদ্ধে কে কি বলল তাতে কিছু যায় আসে না।।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top