পাওনা 10000 টাকা চাইতে গিয়ে নিকট আত্মীয়দের হাতে আক্রান্ত হলেন যুবক। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার বাহারাল গ্রামে। বর্তমানে আক্রান্ত যুবক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে 8 মাস আগে তাহেরা বিবি তার মাসি ফুলসারি বিবিকে 10000 টাকা ধার দেন। সেই টাকা ফেরত দিতে টাল বাহানা করছিল ফুলসারি বলে অভিযোগ। বিষয়টি তাহেরা বিবি তার দাদা ইয়াসিন কে জানালে, শুক্রবার সন্ধ্যের সময় সেই টাকা ফেরত চাইতে জান ইয়াসিন। অভিযোগ সেই সময় মাসির ছেলেদের হাতে আক্রান্ত হন ইয়াসিন। ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় তার। ঘটনায় মূল অভিযুক্ত আজিম উদ্দিন সহ 5 জনের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকে ফেরার অভিযুক্তরা।