এবারে আন্তর্জাতিক রুটে সফর শুরু এনবিএসটিসির

এবারে আন্তর্জাতিক রুটে সফর শুরু এনবিএসটিসির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

এবারে আন্তর্জাতিক রুটে সফর শুরু এনবিএসটিসির। শিলিগুড়ি থেকে নেপাল প্রচুর মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে। বিশেষত ব্যবসার ক্ষেত্রে। ফলে দীর্ঘদিন ধরে এই বাসটির প্ৰত্যাশা করছিল দুই দেশের মানুষ। অবশেষে আজ বুধবার থেকে যাত্রা শুরু হল বাসের। আজ প্রদীপ প্রজ্জলনের করে ফিতে কেটে বাসের সূচনা করেন রাজের মন্ত্রী ফিরহাদ হাকিম, দার্জিলিং জেলার জেলাশাসক এস পুনাম্বালাম, মহকুমা শাসক শ্রীনিবাস ভেনকেটরাও পাটিল, পুলিশ কমিশনার গৌরব শর্মা, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ অন্যান্যরা।

আরও পড়ুন – যারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্বীকৃতি দেননা তাদের কাছে কী শিখব, শুভেন্দু

জানা গিয়েছে, বাসটি রয়েছে এনবিএসটিসির। তবে ওই বাসটির দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে। তারা যৌথভাবে বাসটি পরিচালনা করবে। তেনজিং নর্গে বাস টার্মিনাসে একটি কাউন্টার দেওয়া হয়েছে ওই সংস্থাকে। যেখান থেকে যাত্রীরা টিকিট বুকিং করতে পারবে। টিকিটের দাম রাখা হয়েছে ১,৫০০ টাকা। সোম, বুধ ও শুক্র তিনদিন পরিষেবা দেবে এই বাস। মোট সিট রয়েছে ৪০টি। এই তিনদিনই দুপুর ৩টে থেকে বাস ছাড়বে। আজ উদ্বোধন থাকায় দুপুর ১টা থেকে বাস শুরু হয়। ফিরহাদ হাকিম বলেন, এই বাস পরিষেবা শুরু হওয়ায় ব্যবসা সহ পর্যটনক্ষেত্রেও উন্নয়ন হবে। তিনি আরো বলেন শিলিগুড়ি থেকে বাংলাদেশ পর্যন্তও বাস পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

 

উল্লেখ্য, শিলিগুড়ি থেকে নেপাল প্রচুর মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে। বিশেষত ব্যবসার ক্ষেত্রে। ফলে দীর্ঘদিন ধরে এই বাসটির প্ৰত্যাশা করছিল দুই দেশের মানুষ। অবশেষে আজ বুধবার থেকে যাত্রা শুরু হল বাসের। আজ প্রদীপ প্রজ্জলনের করে ফিতে কেটে বাসের সূচনা করেন রাজের মন্ত্রী ফিরহাদ হাকিম, দার্জিলিং জেলার জেলাশাসক এস পুনাম্বালাম, মহকুমা শাসক শ্রীনিবাস ভেনকেটরাও পাটিল, পুলিশ কমিশনার গৌরব শর্মা, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ অন্যান্যরা। জানা গিয়েছে, বাসটি রয়েছে এনবিএসটিসির। তবে ওই বাসটির দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে। তারা যৌথভাবে বাসটি পরিচালনা করবে। আন্তর্জাতিক রুটে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top