মোটরসাইকেলে লুকিয়ে দক্ষিণ দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে সোনার বিস্কুট পাচারের চেষ্টা। পাচারের আগে উদ্ধার ১০টি সোনার বিস্কুট, ঘটনায় বি.এস.এফ-এর হাতে ধৃত ১ পাচারকারী। বি.এস.এফ সূত্রে খবর ৬-ই জুলাই বি.এস.এফ-এর নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের ৬১নং ব্যাটেলিয়নের হিলি ২নং আউটপোস্টের জওয়ানরা এক ব্যক্তিকে আটক করে এবং ঐ ব্যক্তির কাছ থেকে উদ্ধার করে ১০টি সোনার বিস্কুট। জানা গেছে ধৃত ব্যক্তির নাম আব্দুল বারিক মন্ডল।
এও জানা গেছে ধৃত ব্যক্তির বাড়ি হিলি-র ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হাড়িপুকুর গ্রামে। বি.এস.এফ-এর পক্ষ থেকে ঘটনার প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে ধৃত আব্দুল বারিক মন্ডল-এর বাংলাদেশে এক সঙ্গী রয়েছে। জানা গিয়েছে সোনার বিস্কুটগুলি মোটরসাইকেলে লুকিয়ে সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করছিল আব্দুল বারিক মন্ডল। সে সময় বি.এস.এফ জওয়ানরা তাকে আটক করে সোনার বিস্কুটগুলি উদ্ধার করে। বি.এস.এফ কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলির আন্তর্জাতিক বাজারে বাজার মূল্য আন্তর্জাতিক বাজারে বাজার মূল্য ৬১ লক্ষ ৭৬ হাজার ৬৭৩ টাকা।
আরও পড়ুন – পঞ্চায়েত ভোটে রক্তের বদলে ঝরবে রক্ত, হুঁশিয়ারি দেবদাস মন্ডলের
উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলিকে বাজেয়াপ্ত করে সেগুলি এবং ধৃত ব্যক্তিকে কাস্টম আধিকারিকদের হাতে তুলে দিয়েছে বি.এস.এফ কর্তৃপক্ষ। বি.এস.এফ-এর অপর একটি সূত্রে জানা গেছে ৬-ই জুলাই নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের বিএসএফ জওয়ানরা ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পাচার বিরোধী অভিযান চালায়। জানা গেছে আলাদা আলাদাভাবে চলা ঐ অভিযানগুলিতে ১০টি গরু, ১৪৬ বোতল ফ্রেন্ডসিডিল, ১ কেজি গাজা সহ বিভিন্ন নিষিদ্ধ সামগ্রী উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৬৮ হাজার ২২১ টাকা। উদ্ধার হওয়া সামগ্রীগুলিকে বাজেয়াপ্ত করেছে বিএসএফ কর্তৃপক্ষ। ভারত-বাংলাদেশ