শুভেন্দুর নন্দীগ্রামে জনসংযোগ সশক্তিকরণ যাত্রা। বৃহষ্পতিবার নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের আমদাবাদ ১ নম্বর অঞ্চল ও বিরুলিয়ার ঘোলপুকুর অঞ্চলের বুথে বুথে জনসংযোগ সশক্তিকরণ যাত্রা করেন। সর্বভারতীয় বিজেপি প্রত্যেক বিধায়ককে ২৫ টা বুথ এবং প্রত্যেক সংসদকে ১০০ টা বুথে যেতে বলেছে,এইভাবে আগামী ১মাস প্রত্যেকটা বুথে পরিক্রমা করবো জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।আবু তাহেরের হাইকোর্টে জামিন না পাওয়া প্রসঙ্গে বলেন হাইকোর্টের রায়ের ব্যাপারে কিছু বলবনা।
দেবব্রত মাইতি খুনের সাথে এরা সবাই যুক্ত,এদের যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত, কানিং এর তৃণমূল নেতা খুন হওয়া প্রসঙ্গে বলেন ওটা ওদের অভ্যন্তরীণ বিষয়, পুলিশ মুখ্যমন্ত্রীর বাড়ি টাওয়ার বানাতে ব্যস্ত।মুখ্যমন্ত্রীর বাড়ি ৭০০০ এবং অভিষেক এর জন্যে ৪০০০ এবং বাকি পুলিশ বিরোধী দলনেতাকে আটকাতে ব্যস্ত তাই রাজ্যের আইনশৃঙ্খলা শিকেয় উঠেছে,মহুয়া মিত্র প্রসঙ্গে বলেন তৃণমূল কংগ্রেস পুরো দলটাই হিন্দু বিরোধী দল। জনসংযোগ যাত্রায় বিভিন্ন বাড়িতে যান এবং কেন্দ্রের বিভিন্ন স্কিম তাদের উপলব্ধ কিনা তা নথিভুক্ত করেন।
আরও পড়ুন – পঞ্চায়েত ভোটে রক্তের বদলে ঝরবে রক্ত, হুঁশিয়ারি দেবদাস মন্ডলের
উল্লেখ্য, বৃহষ্পতিবার নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের আমদাবাদ ১ নম্বর অঞ্চল ও বিরুলিয়ার ঘোলপুকুর অঞ্চলের বুথে বুথে জনসংযোগ সশক্তিকরণ যাত্রা করেন। সর্বভারতীয় বিজেপি প্রত্যেক বিধায়ককে ২৫ টা বুথ এবং প্রত্যেক সংসদকে ১০০ টা বুথে যেতে বলেছে,এইভাবে আগামী ১মাস প্রত্যেকটা বুথে পরিক্রমা করবো জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।আবু তাহেরের হাইকোর্টে জামিন না পাওয়া প্রসঙ্গে বলেন হাইকোর্টের রায়ের ব্যাপারে কিছু বলবনা।
দেবব্রত মাইতি খুনের সাথে এরা সবাই যুক্ত,এদের যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত, কানিং এর তৃণমূল নেতা খুন হওয়া প্রসঙ্গে বলেন ওটা ওদের অভ্যন্তরীণ বিষয়, পুলিশ মুখ্যমন্ত্রীর বাড়ি টাওয়ার বানাতে ব্যস্ত।মুখ্যমন্ত্রীর বাড়ি ৭০০০ এবং অভিষেক এর জন্যে ৪০০০ এবং বাকি পুলিশ বিরোধী দলনেতাকে আটকাতে ব্যস্ত তাই রাজ্যের আইনশৃঙ্খলা শিকেয় উঠেছে,মহুয়া মিত্র প্রসঙ্গে বলেন তৃণমূল কংগ্রেস পুরো দলটাই হিন্দু বিরোধী দল। জনসংযোগ যাত্রায় বিভিন্ন বাড়িতে যান এবং কেন্দ্রের বিভিন্ন স্কিম তাদের উপলব্ধ কিনা তা নথিভুক্ত করেন।