বিয়ের পাঁচ মাসের মধ্যেই এক গৃহ বধুকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। খুনের পর বাপের বাড়ির লোককে না জানিয়ে চুপচাপ শ্মশানে নিয়ে দেহ দাহ করার চেষ্টার অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। মৃতার নাম রিতা চক্রবর্তী(২১)। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ শ্মশান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার বিদ্যাধরপুর বনবিবিতলা এলাকায়।এই ঘটনায় মৃতার বাপের বাড়ির লোকেদের অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানার পুলিশ মৃতার স্বামী সুমন চক্রবর্তী, শ্বশুর তপন চক্রবর্তী ও দেওর কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করছে।
গত মার্চ মাসে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার গাববেরিয়া এলাকার রিতার সাথে বারুইপুরের বিদ্যাধরপুর বনবিবি তলার সুমনের প্রেম করে বিয়ে হয়। এই বিয়েতে মত ছিল না রিতার বাপের বাড়ির লোকেদের। মৃতার পরিবারের আরও অভিযোগ যদি ওরা খুন না করবে তাহলে মৃতদেহ লোপাটের চেষ্টা কেন করছিলো? ইতিমধ্যেই এ বিষয়ে বারুইপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতার বাপের বাড়ির লোকেরা। সেই অভিযোগের ভিত্তিতে রিতার স্বামী সহ মোট তিনজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।