ফের হাসপাতালে ভর্তি হলেন ছত্রধর মাহাত

ফের হাসপাতালে ভর্তি হলেন ছত্রধর মাহাত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ফের হাসপাতালে ভর্তি হলেন ছত্রধর মাহাত। শর্তাধিন জামিনের শেষে ফেরার আগের দিন  আজ বৃহস্পতিবার বিকেলবেলা অসুস্থ হয়ে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি হলেন ছত্রধর মাহাত। শ্বাসকষ্ট নিয়ে ভর্তী হওয়ার জন্য বর্তমানে তাকে অবজারভেশনে রেখে অক্সিজেন দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে গত কাল রাত থেকে অসুস্থ বোধ করায় অাজ সকালে লালগড় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান।

 

সেখানে ভর্তি হতে চাইলে তাকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তির কথা জানান ডাক্তার রা। বাড়ি ফিরে ফের অসুস্থ বোধ করায় তাকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে অানা হলে ভর্তী করা হয়। যেহেতু তাকে NIA রাষ্ট্রদ্রহিতার কেসে গ্রেপ্তার করা হয়েছে তাই হাসপাতালে র তরফ থেকে কোনো কিছু বলা হয়নি। সূত্র মারফৎ জানা গেছে তারা বোর্ড বসিয়ে চিকিৎসার এব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন – ক্যানিং-এর ঘটনা প্রসঙ্গে যা বললেন শমীক ভট্টাচার্য

ছত্রধর মাহাতোকে রাজধানী আটকের মামলায় শর্তাধীন অন্তর্বতীকালিন জামিনের আদেশ দিয়েছে এনআইএ বিশেষ আদালত কলকাতা, বলে জানা গিয়েছে ।দুই ছেলে দেবীপ্রসাদ ও ধৃতিপ্রসাদ মাহাতোর বিয়ে ৩.০৭ ২২ ও ০৫. ০৭ ২২তারিখে। প্রীতিভোজ ০৬.০৭.২২ তারিখ।তাই যাতে ছত্রধর মাহাতো বিয়ের অনুষ্ঠানে বাড়িতে থাকতে পারেন তাই.০২. ০৭. ২২ থেকে ০৮. ০৭. ২২ তারিখ পর্যন্ত অন্তর্বতীকালিন জামিনের আদেশ দিয়েছে বিশেষ আদালত।

ছেলেদের বিয়ের জন্য প্যারোলে বাড়ি ফিরে ছিলেন। আগামী ০৮. ০৭. ২২ তারিখ বিশেষ আদালত কলকাতাতে হাজির হতে হবে ছত্রধরকে।
তার অাগের দিন তার হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়ে বিজেপির বক্তব্য এই সবই ভাওতা বলে তাদের মনে হয়। জেল এড়ানোর জন্য এসমস্ত করছে ছত্রধর মাহাত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top