পুড়ছে উত্তরবঙ্গ, ডিউটিরতদের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা

পুড়ছে উত্তরবঙ্গ, ডিউটিরতদের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পুড়ছে উত্তরবঙ্গ, ডিউটিরতদের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা । তীব্র গরমে নাজেহাল অবস্থা রায়গঞ্জ বাসীর। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত প্রচন্ড সূর্যতাপে অসুস্থ হওয়ার ভয়ে পথে নামছে না সাধারণ মানুষ। তবুও ট্র্যাফিক পুলিশ ও পৌর কর্মচারীদের ছুটি নেই। সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষের সুবিধার্থে তারা পরিষেবা চালু রেখেছে।

 

এদিন রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ওই কাজের স্বীকৃতি স্বরূপ পৌরকর্মী এবং ট্রাফিক পুলিশের হাতে তুলে দিল ওআরএস এবং জল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন রায়গঞ্জ শহরের মুখ্য রাস্তার মোড় গুলিতে যে সমস্ত ট্রাফিক কনস্টেবল , সিভিক পুলিশ এবং পৌর কর্মীরা কর্মরত তাদেরকে সামান্য স্বস্তি দিতে এগিয়েছি আমরা । এই দাবদাহের দিনে কর্ণজোড়া মেনগেট থেকে কসবা মোড় পর্যন্ত বিস্তৃত এলাকার মোড়গুলিতে গিয়ে গিয়ে তাদের প্রত্যেকের হাতে একটি জলের বোতল এবং ইলেকট্রন বা ওআরএসের প্যাকেট তুলে দিয়েছি ।

আরও পড়ুন – হাকিমপুর সীমান্ত থেকে দুই দালালসহ দশ বাংলাদেশি আটক

উল্লেখ্য, তীব্র গরমে নাজেহাল অবস্থা রায়গঞ্জ বাসীর। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত প্রচন্ড সূর্যতাপে অসুস্থ হওয়ার ভয়ে পথে নামছে না সাধারণ মানুষ। তবুও ট্র্যাফিক পুলিশ ও পৌর কর্মচারীদের ছুটি নেই। সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষের সুবিধার্থে তারা পরিষেবা চালু রেখেছে। এদিন রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ওই কাজের স্বীকৃতি স্বরূপ পৌরকর্মী এবং ট্রাফিক পুলিশের হাতে তুলে দিল ওআরএস এবং জল।

 

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন রায়গঞ্জ শহরের মুখ্য রাস্তার মোড় গুলিতে যে সমস্ত ট্রাফিক কনস্টেবল , সিভিক পুলিশ এবং পৌর কর্মীরা কর্মরত তাদেরকে সামান্য স্বস্তি দিতে এগিয়েছি আমরা । এই দাবদাহের দিনে কর্ণজোড়া মেনগেট থেকে কসবা মোড় পর্যন্ত বিস্তৃত এলাকার মোড়গুলিতে গিয়ে গিয়ে তাদের প্রত্যেকের হাতে একটি জলের বোতল এবং ইলেকট্রন বা ওআরএসের প্যাকেট তুলে দিয়েছি । পুড়ছে উত্তরবঙ্গ

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top