উতপ্ত টিটাগড়। ইদ উৎসবের দিন অর্থাৎ রবিবার সকালে বোমাবাজির ঘটনায় উতপ্ত হয়ে উঠল টিটাগড়ের ৪ নম্বর ওয়ার্ডের বাঁশ বাগানেথ এস এস পথ। এদিন বোমাবাজির ঘটনার আগে এক যুবককে মারধোর করার অভিযোগ উঠেছে। আক্রান্ত যুবক টিটাগড়ের ডোমপাড়ার বাসিন্দা কাল্লু বাসফোর। কাল্লুর অভিযোগ,এদিন সে খাঁসির মাংস কিনতে ওই এলাকায় গিয়েছিল। দোকান থেকে খাঁসির মাংস কিনে বের হতেই স্থানীয় এক যুবক তার ওপর হামলা চালায়। এমনকি পিস্তলের বাট দিয়ে মাথায় আঘাত করা হয়। অপর এক যুবক রাজু ইট দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে।
আক্রান্ত যুবক কাল্লুকে সেখান থেকে উদ্ধার করে ব্যারাকপুর বি এন বোস হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তের অভিযোগ, স্থানীয় কাউন্সিলর মহম্মদ রিয়াজউদ্দিনের ইন্ধনে তার ওপর এই হামলা। তার দাবি, প্রাক্তন পুরপ্রধান প্রসান্ত চৌধুরী ও সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ হওয়ার কারনেই তাকে মারধোর করা হয়েছে। যদিও তার বিরুদ্ধে ওটা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে স্থানীয় কাউন্সিলর মহম্মদ রিয়াজউদ্দিন বলেন,ওই যুবক সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে।
আরও পড়ুন – হাকিমপুর সীমান্ত থেকে দুই দালালসহ দশ বাংলাদেশি আটক
ওদের নিজেদের ভেতরকার গন্ডগোলের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। তার দাবি প্রয়োজন হলে সিসিটিভির ফুটেজ পরখ করে দেখা হোক। মারপিটের ঘটনার ঘন্টা খানেক বাসে বাশ বাগান এলাকার এস এস পথে বোমাবাজির ঘটনা ঘটে। অভিযোগ, কাল্লুর দলবল এলাকার বাসিন্দাদের চমকাতেই বোমাবাজি করেছে। তবে ঘটনার পর টিটাগড় থানার বিশাল পুলিশ বাহিনী ও রাফ এলাকার একটি আবাসনে দুষ্কৃতীদের তল্লাশি চালায়। এদিনের বোমাবাজি প্রসঙ্গে টিটাগড়ের পুরপ্রধান কমলেশ সাউ বলেন, ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন,তা পুলিশ তদন্ত করে দেখছে। পুরপ্রধানের দাবি এখানে কোন ভাবে দুষ্কৃতী দৌরাত্ম্য বরদাস্ত করা হবে না।