সোমবার ভোর রাতে জয়নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিন বারাশত বাজার সংলগ্ন এলাকা থেকে এক দুস্কৃতিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে । ধৃতের নাম রবিউল শেখ , বাড়ী -কুলতলি থানার চাঁদপুর এলাকায় । ধৃতের কাছ থেকে তিনটি ওয়ান শাটার ও চারটি কার্তুজ উদ্ধার হয় । ধৃতকে জেরা করে পুলিশ জানতে পারে ধৃত দুস্কৃতি তার অন্যান্য সঙ্গীদের জন্য ওখানে অপেক্ষা করছিল এবং তাদের উদ্দেশ্য ছিল সব্জি ব্যবসায়ী ও গরু বিক্রেতাদের কাছ থেকে টাকা ছিনতাই করা । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।