ফের প্রকাশ্যে বানজারা গ্যাং, বাসের মধ্যে পকেটমারি করতে গিয়ে আটক দুই বাচ্চা ও দুই মহিলা

ফের প্রকাশ্যে বানজারা গ্যাং, বাসের মধ্যে পকেটমারি করতে গিয়ে আটক দুই বাচ্চা ও দুই মহিলা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ফের প্রকাশ্যে বানজারা গ্যাং। বাসের মধ্যে পকেটমারি করতে গিয়ে পুলিশের জালে দুই বাচ্চা এবং দুই মহিলা। দুই মহিলাকে গ্রেফতার করলো লেক টাউন থানার পুলিশ। গতকাল বাগবাজারের একটি স্কুলের শিক্ষিকা লেক টাউন থানায় ফোন করে অভিযোগ জানান যে তিনি বাগবাজার থেকে লেক টাউন গামী একটি বাসে ওঠেন।

 

তবে লেক টাউন এসে তিনি দেখতে পান তার ব্যাগে কোনও টাকা নেই। শিক্ষিকার অভিযোগ তার ১৫ হাজার টাকা বেতন পকেটমারি হয়েছে। বাসের যাত্রীরা সেই পকেটমার সন্দেহে দুই মহিলাকে আটকে রাখে। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দুই মহিলাকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে।

 

পুলিশ সূত্রে খবর, দুই মহিলা হলেন পূজা বেদ এবং পিংকি বেদ। এরা মূলত বানজারা গ্যাংএর অংশ। মূলত বাচ্চাদের সঙ্গে এরা ভির বাসে উঠে পকেটমারি করে। তার পর পালিয়ে যায়। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে।এই চক্রের বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে লেক টাউন থানার পুলিশ।

আরও পড়ুন – বাংলাদেশের মাহিয়া মাহির নতুন কিছু আগুন জ্বালান লুক

উল্লেখ্য, ফের প্রকাশ্যে বানজারা গ্যাং। বাসের মধ্যে পকেটমারি করতে গিয়ে পুলিশের জালে দুই বাচ্চা এবং দুই মহিলা। দুই মহিলাকে গ্রেফতার করলো লেক টাউন থানার পুলিশ। গতকাল বাগবাজারের একটি স্কুলের শিক্ষিকা লেক টাউন থানায় ফোন করে অভিযোগ জানান যে তিনি বাগবাজার থেকে লেক টাউন গামী একটি বাসে ওঠেন। তবে লেক টাউন এসে তিনি দেখতে পান তার ব্যাগে কোনও টাকা নেই।

 

শিক্ষিকার অভিযোগ তার ১৫ হাজার টাকা বেতন পকেটমারি হয়েছে। বাসের যাত্রীরা সেই পকেটমার সন্দেহে দুই মহিলাকে আটকে রাখে। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দুই মহিলাকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে।

 

পুলিশ সূত্রে খবর, দুই মহিলা হলেন পূজা বেদ এবং পিংকি বেদ। এরা মূলত বানজারা গ্যাংএর অংশ। মূলত বাচ্চাদের সঙ্গে এরা ভির বাসে উঠে পকেটমারি করে। তার পর পালিয়ে যায়। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে।এই চক্রের বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে লেক টাউন থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top