প্রধানের বাড়ির সামনে পুকুর ভরাটের অভিযোগ , পঞ্চায়েতে অভিযোগ জানানো সত্ত্বেও মাটি ভরাটের কাজ চলছে দাবি অভিযোগকারীর । অবৈধ হলে ব্যবস্থা নেওয়া হবে দাবি বি এল আরও ও পঞ্চায়েতে প্রধানের । বাগদা হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত প্রধান চায়না বিশ্বাসের বাড়ির সামনে রবিন মন্ডল ও ঝর্ণা মন্ডল তাদের নিজস্ব পুকুর মাটি দিয়ে ভরাট করছে । পুকুর ভরাটের অভিযোগ তুলে পঞ্চায়েত ও বিএলআরওর দারস্ত হয়েছে এই এলাকার মহিলা পারমিতা বিশ্বাস ।
তার অভিযোগ দীর্ঘদিন আগে পঞ্চায়েত প্রধানকে অভিযোগ জানানো সত্ত্বেও মাটি ভরাটের কাজ বন্ধ করেনি ওই ব্যক্তি । এই পুকুর বন্ধ হয়ে গেলে এলাকার জল নিষ্কাশনের সমস্যা হবে । বি এল আর ওর কাছেও পুকুর ভরাটের অভিযোগ জানিয়েছেন তিনি । এই বিষয়ে জমির মালিকের স্ত্রী ঝর্না মন্ডল জানান এটা ধানি জমি আমরা পুকুর কেটেছিলাম এখন মাটি ভরাট করা হচ্ছে । পঞ্চায়েত এবং বিএলআরওর কাছ থেকে অনুমতি নিয়ে মাটি ভরা ভরাট করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি । অভিযোগ প্রসঙ্গে পাত্তা দিতে নারাজ তিনি । এই বিষয়ে বাগধার বি এল আর ও রক্তিম ঘোষ জানিয়েছেন আমরা অভিযোগ পেয়েছি ব্যবস্থা নিচ্ছি, কাজ বন্ধ না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।
আরও পড়ুন – করোনার বার বাড়ন্ত জিরো পয়েন্টে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিসেবা
উল্লেখ্য, প্রধানের বাড়ির সামনে পুকুর ভরাটের অভিযোগ , পঞ্চায়েতে অভিযোগ জানানো সত্ত্বেও মাটি ভরাটের কাজ চলছে দাবি অভিযোগকারীর । অবৈধ হলে ব্যবস্থা নেওয়া হবে দাবি বি এল আরও ও পঞ্চায়েতে প্রধানের । বাগদা হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত প্রধান চায়না বিশ্বাসের বাড়ির সামনে রবিন মন্ডল ও ঝর্ণা মন্ডল তাদের নিজস্ব পুকুর মাটি দিয়ে ভরাট করছে ।
পুকুর ভরাটের অভিযোগ তুলে পঞ্চায়েত ও বিএলআরওর দারস্ত হয়েছে এই এলাকার মহিলা পারমিতা বিশ্বাস । তার অভিযোগ দীর্ঘদিন আগে পঞ্চায়েত প্রধানকে অভিযোগ জানানো সত্ত্বেও মাটি ভরাটের কাজ বন্ধ করেনি ওই ব্যক্তি । এই পুকুর বন্ধ হয়ে গেলে এলাকার জল নিষ্কাশনের সমস্যা হবে । বি এল আর ওর কাছেও পুকুর ভরাটের অভিযোগ জানিয়েছেন তিনি ।